সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সৌরবিদ্যুৎ উৎপাদনে শেখ রাসেল কমপ্লেক্সের চমক

ক্রীড়া প্রতিবেদক

সৌরবিদ্যুৎ উৎপাদনে শেখ রাসেল কমপ্লেক্সের চমক

পল্টনে অবস্থিত নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। এখান থেকেই সৌরবিদ্যুৎ উৎপাদন করছে তারা

কিছুদিন আগে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে পল্টন ময়দানে নির্মিত ক্রীড়াঙ্গনের এই কমপ্লেক্স। কেননা অন্যরা যা পারেনি তা করে দেখাচ্ছে শেখ রাসেল কমপ্লেক্স। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার উদাহরণ তৈরি করেছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। দিনে ২০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমান এই সোলার প্যানেলের কারণে বছরে ১৬৫ টন কার্বন নিঃসরণ কমাবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে। 

১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি চতুর্থ রোলবল ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার শুরু হয়েছে। প্রকল্পটির মূল পরিকল্পনা করা প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিসি) এর প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেন, এটি একটি অনন্য প্রকল্প। প্রথমবারের মতো আমরা একটা স্টেডিয়াম নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি জ্বালানি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে রহিম আফরোজ সোলার। এ জন্য তারা মাত্র তিন সপ্তাহ সময় নিয়েছে। এটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

সর্বশেষ খবর