সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাস্কেটবল লিগে বিদেশি খেলোয়াড় নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে প্রিমিয়ার বাস্কেটবল লিগ কোর্টে গড়াচ্ছে। ধানমন্ডির নিজস্ব জিমনেসিয়াম সংস্করণের কারণে দুই বছর লিগ হতে পারেনি। তবে শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের অভিযোগ রয়েছে ইচ্ছা করলে ফেডারেশন লিগ নামাতে পারত। ঢাকায় আরও ভেন্যু ছিল। দুই বছর লিগ না হওয়ায় বাস্কেটবলে স্থবিরতা নেমে আসে। এখন আবার উডেন ফ্লোর জিমনেসিয়ামে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসেই লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেছে, মার্চের প্রথম সপ্তাহ থেকে বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। এক সময় বাস্কেটবলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ডিআইটি সংলগ্ন সিমেন্টের কোর্টে লিগসহ অন্য আসরও জমজমাট হয়ে উঠত। ওই সময় জনপ্রিয় দল ছিল ওয়ান্ডারার্স,স্পার্শ, নটরডেম কলেজ, সেন্টগ্রেগরিজ স্কুল, মোহামেডান ও ভিক্টোরিয়া। ওই কোর্ট ভেঙে দেওয়ার পর বাস্কেটবল স্থান পায় আবাহনী মাঠের এক পাশে। পরে ১৯৯৩ সালে সাফ গেমস উপলক্ষে জিমনেসিয়াম তৈরি করা হয়। এবার প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়রা খেলতে পারবেন না। দেশে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ফেডারেশন এই উদ্যোগ নিয়েছে। তবে কেউ কেউ আবার আপত্তি তুলেছেন।

তারা বলেন, ভালোমানের বিদেশি খেলোয়াড় খেললে দেশের খেলোয়াড়রা ভালো কিছু শিখতে পারত। তাই বিদেশি ছাড়া লিগের আকর্ষণও হ্রাস পাবে। তবে ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, সব ক্লাব দাবি তুললে ফেডারেশন হয়তো বিদেশিদের ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাতে পারে।

সর্বশেষ খবর