সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জুভেন্টাসের জয়

ক্রীড়া প্রতিবেদক

ইতালিয়ান সিরি এ লিগে এখনো ১২টি ম্যাচ বাকি জুভেন্টাসের। তবে এরই মধ্যে শিরোপার গন্ধ পাওয়া শুরু করেছে ওল্ড লেডিরা। গত শনিবার এম্পলিকে ২-০ গোলে হারিয়ে সিরি এ লিগে আরও এগিয়ে গেছে জুভেন্টাস। এ জয়ে ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির দল। টানা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হতে আর বেশি দেরি নেই জুভেন্টাসের। তুরিনোতে গত শনিবার অতিথিদের ২-০ গোলে হারায় জুভেন্টাস। নিজেদের মাঠে লিগে টানা ৩০তম জয়ে সিরি এ লিগে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান আরও মজবুত করেছে দলটি। প্রথমার্ধে ভালো খেলেও জুভেন্টাসের গোল না পাওয়ার দায়টা মারিও মানজুকিচের। অনেক সুযোগ পেয়েও জালে বল জড়াতে পারেননি তিনি। তবে ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকারের প্রচেষ্টাতেই ম্যাচের ৫২তম মিনিটে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তার হেড আটকাতে গিয়ে আত্মঘাতী গোল খায় এম্পলি। নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের পাস থেকে আলেক্স স্যান্দ্রো গোল করলে সিরি এ লিগে জুভেন্টাসের টানা সপ্তম জয় নিশ্চিত হয়। এদিকে গত শনিবার হেরে গেছে নেপোলি। তারা আটলান্টার কাছে ০-২ গোলে পরাজয় স্বীকার করে নেয়। এর ফলে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরেই থাকল নেপোলি। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে রোমা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর