সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নায়ক সেই মেসি

ক্রীড়া ডেস্ক

নায়ক সেই মেসি

শেষ মুহূর্তে মেসির গোলে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা —এএফপি

গত রাতে রিয়াল মাদ্রিদ কি জয় পেয়েছে? পেয়ে থাকলে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে রয়েছে। ড্র বা হারলে বার্সেলোনা এখন লা-লিগার শীর্ষে উঠে গেছে। গতকাল তারা গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে। এ জয়ে বার্সা ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচে সেভিয়ার সংগ্রহ ৫২।

অ্যাথলেটিকো মাঠে মেসিরা কাল শুরুতে সুবিধা করতে পারছিলেন না। প্রতিপক্ষের আক্রমণই সামাল দিতে হয়েছে। দুর্ভাগ্য বলতে হয় অ্যাথলেটিকোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও তারা গোলের দেখা পাননি। অবশ্য বার্সার সুয়ারেজ একবার জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে রেফারি তা বাতিল করে দেন। প্রথমার্ধে খেলা গোলশূন্য ড্র ছিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সা। মেসি, সুয়ারেজ ও নেইমারের আক্রমণে দিশাহারা হয়ে পড়ে অ্যাথলেটিকো। ৫০ মিনিটেই সহজ সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। অবশেষে ৫৪ মিনিটে গোলের দেখা পায় বার্সা। সুয়ারেজের শর্ট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল সামনে পেয়ে যান রাফিনিয়া। নিচু শর্টে গোল করে দলকে এগিয়ে রাখেন ব্রাজিলের এই মিডফিল্ডার। ছয় মিনিট পরই ম্যাচে সমতা ফেরে। চমৎকার হেডে অ্যাথলেটিকোর পক্ষে গোল করেন গদিন। ম্যাচ ড্র হতে চলেছে, এ ব্যাপারে অনেকে নিশ্চিত হয়ে উঠেছিলেন। কিন্তু ৮৬ মিনিটে মেসি গোল করে বার্সাকে মূল্যবান জয় এনে দেন। আবারও শেষ মুহূর্তে বার্সার জয়ের নায়ক হলেন মেসি।

এদিকে গত শনিবার জয় পেয়েছে রিয়াল সুসিদাদ। তারা ১-০ গোলে হারিয়েছে লা পালমাসকে। লেগ্যানেস ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দিপোর্তিভোকে। এছাড়া অ্যাইবার ৩-০ গোলে হারিয়েছে মালাগাকে। তবে হেরে গেছে ভ্যালেন্সিয়া। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া ভ্যালেন্সিয়া শনিবার ২-১ গোলে হেরেছে অ্যালাভেসের কাছে। এ পরাজয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর