মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মরিনহোর ম্যানইউ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

মরিনহোর ম্যানইউ চ্যাম্পিয়ন

ইএফএল কাপের ট্রফি নিয়ে উৎসবে মেতে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড —এএফপি

স্যার আলেক্স ফার্গুসন ম্যানইউ ছেড়েছেন বহুদিন হলো। সেই থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ অধরা রেড ডেভিলদের। তবে এফএ কাপ আর লিগ কাপ জিতেই নিজেদের শিরোপা ক্ষুধা মেটাচ্ছেন রুনিরা। রবিবার ইএফএল লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে রেড ডেভিলরা ৩-২ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে। সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের জাদুতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মরিনহোর দল। ইব্রাহিমোভিচের ১৯তম মিনিটের গোলে ওয়েম্বলি স্টেডিয়ামে এগিয়ে যায় ম্যানইউ। এরপর লিনগার্ডের গোলে ব্যবধান ২-০ করে নেয় তারা। তবে সাউদ্যাম্পটনের গ্যাব্বিয়াদিনি ৪৬ ও ৪৮ মিনিটে দুটি গোল করে দলকে সমতায় ফেরান। অবশ্য ইব্রাহিমোভিচের ৮৭তম মিনিটের গোলে দারুণ জয় নিয়েই বাড়ি ফিরে ম্যানইউ। লিগ কাপ জয়ের পর এবার হুঙ্কার ছাড়ছেন হোসে মরিনহো। আবেগে আপ্লুত হয়ে তিনি বলছেন, ‘জয় সব সময়ই বিশেষ কিছু।’ জয়ের এই ধারাটা ধরে রাখতে চান মরিনহো। আর ইব্রাহিমোভিচ বলছেন, ‘আমি এখানে জয় পেতেই এসেছিলাম। যত বেশি জয় পাব এখানে আমি ততো বেশিই সন্তুষ্ট হব।’ তিনি ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স করার কথা দিয়েছেন ভক্তদের। ম্যানচেস্টার ইউনাইটেড পঞ্চমবারের মতো লিগ কাপ জয় করল। এর আগে সর্বশেষ তারা ২০১০ সালে এই ট্রফি জিতেছিল আলেক্স ফার্গুসনের যুগে।

সর্বশেষ খবর