মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রাম আবাহনী নাকি পোচন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেন এফসি। সন্ধ্যা সাড়ে ৬টায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিজয়ী দল ৩ মার্চ ফাইনালে মুখোমুখি হবে টিসি স্পোর্টস ক্লাবের।

সেমিফাইনালে ওঠার পথে প্রথম ম্যাচে জয়ী হয় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচ ড্র করে চট্টগ্রাম আবাহনী। তবে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও মানাং মার্সিয়াংদির সঙ্গে ড্র করে জায়গা করে নেয় সেমিফাইনালে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নীল-আকাশীরা। প্রথম আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী এবারও টুর্নামেন্ট শুরু করেছেন হট ফেবারিট হিসেবেই। জামাল ভুইয়া, মামুনুল, নাছিরদের সঙ্গে রয়েছে দেশীয় সব তারকা খেলোয়াড়। দেশিদের সঙ্গে রয়েছেন বিদেশি ওয়ালসন, কিংসলে, থিয়াগো সিলভা। এদের সমন্বয়ে দুর্ধর্ষ একটি দল গঠন করেছে আবাহনী জুনিয়র। তাই আজকের ম্যাচেও ফেবারিট হিসেবে নামছে স্বাগতিক চট্টগ্রাম। দক্ষিণ কোরিয়ার বিভাগীয় পর্যায়ের তৃতীয় স্তরের দল হলেও শৈল্পিক ফুটবল খেলছে পোচন সিটিজেন ক্লাব। অল আউট ফুটবল খেলে এরই মধ্যে মন জয় করেছে দর্শকদের। এক জয় ও দুই ড্র নিয়ে এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে পোচন। অলিম্পিক দলের তিন ফুটবল খেলোয়াড়কে নিয়ে গড়া কিং জে ইউংর শিষ্যরা আজ প্রতিপক্ষের বিরুদ্ধে জিতলে তা অস্বাভাবিক হবে না। তাই আজকের ম্যাচে কোনো দলকেই এককভাবে এগিয়ে রাখা যাচ্ছে না।

আজকের খেলা

চট্ট. আবাহনী-পোচন সিটিজেন

সর্বশেষ খবর