শিরোনাম
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচ আজ

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সব শেষে খেলেছিল বছর চারেক আগে। তারপর বদলে গেছে অনেক কিছু। তবে লঙ্কানদের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিতে চাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ কলম্বোর মোরাতুয়ায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল এখান থেকেই মুশফিকরা চলে যাবেন গলে। কলম্বো সিটি সেন্টার থেকে মোরাতুয়া ১৮ কিলোমিটার দূরে। গল যাওয়ার রাস্তার পাশেই। সেখান থেকে সাগরের কোল ঘেঁষে চলে যাওয়া রাস্তা দিয়ে ১১০ কিলোমিটার যাওয়ার পরই গল। এই গলেই বাংলাদেশ লঙ্কানদের বিরুদ্ধে সফরের প্রথম ম্যাচটি খেলবে। তার আগে নিজের সামর্থ্য কেমন তা ঝালিয়ে নিতেই মোরাতুয়া প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মুশফিকরা।

বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার লড়াইটা কখনো জমে উঠেনি। বেশির ভাগ ম্যাচেই এক তরফা জিতেছে লঙ্কানরা। তবে সব শেষ সফরের প্রথম ম্যাচেই লঙ্কানদের কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। মুশফিকের ডাবল সেঞ্চুরি ও আশরাফুল এবং নাসিরের সেঞ্চুরিতে টেস্টের ইতিহাসে দলীয় সর্বোচ্চ স্কোর করেছিলেন মুশফিক। তবে এখন বাংলাদেশ আগের চেয়ে অনেক পরিণত দল। সেই তুলনায় শ্রীলঙ্কার দলটি অনভিজ্ঞই বটে। তারপরেও ঘরের মাঠে তারা ভয়ঙ্কর। কেন না সব শেষ সিরিজে এই দল নিয়েই তারা অস্ট্রেলিয়াকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল। সে কারণেই সতর্ক বাংলাদেশ। মুশফিকদের নিয়ে সতর্ক শ্রীলঙ্কাও। দলটির অধিনায়ক রঙ্গনা হেরাথ বাংলাদেশ সম্পর্কে বলেন, ‘আমি বলব শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দল এটিই। কয়েক মাস আগেই ওরা ইংল্যান্ডকে হারিয়েছে। যদিও তার পর পারফর্ম খুব ভালো যায়নি, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেছে। ওরা উন্নতি করেছে সন্দেহ নেই, তবে এখনো অনেক কাজ বাকি। আমার মতে, টেস্টে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে ওদের। ওদের জন্য একটা ভালো ব্যাপার হলো, ব্যাটিং লাইনআপ বেশ অভিজ্ঞ। আমাদের জন্য তাই চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

বাংলাদেশ সব শেষ দুই সিরিজে যেমন ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে তেমনি শ্রীলঙ্কাও দক্ষিণ আফ্রিকায় গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে। তাই বাংলাদেশকে হালকাভাবে দেখতে চান না হেরাথ, ‘আমাদের কাজটি সহজ হবে না। অনেক পরিশ্রম করতে হবে। তবে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিলাম আমরা, সেই আত্মবিশ্বাস আমাদের পুঁজি। সেই অস্ট্রেলিয়া দলই ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জের আগে সেই সিরিজে ফিরে তাকাব আমরা।’

সর্বশেষ খবর