শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কোহলির ‘বিরাট’ পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

কোহলির ‘বিরাট’ পরীক্ষা

দুই অধিনায়কের মনস্তাত্বিক যুদ্ধ চরমে। কথার লড়াইয়েও কেউ কাউকে ছাড়ছেন না। আজ থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় কথার লড়াইয়েও আধিপত্য দেখানোর চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। বেঙ্গালুরু টেস্টের শুরুতে এক দুই সেশন আধিপত্য দেখাতে পারলেও পুনের মতো ভারতের একই অবস্থা নাকি বেঙ্গালুরুতেও হবে! অসি অধিনায়ক বলেন, ‘এই ম্যাচে ভারত চাপের মধ্যে থাকবে। এখানে আসার পর আমরা শুনেছিলাম তারা নাকি ৪-০তে সিরিজ জিতবে। কিন্তু প্রথম ম্যাচেই হেরে গেছে। যেহেতু আমরা প্রথম ম্যাচে জিতেছি, এ ম্যাচেও দেখিয়ে দেব। তবে কি হবে তা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন।’

স্মিথের হুমকির পর কোহলিও ছেড়ে কথা বলেননি। ভারতীয় অধিনায়ক উড়িয়ে দিয়েছেন স্মিথের ভাবনাকে। স্মিথের ‘মাইন্ড গেম’ ধসিয়ে দেওয়ার টোটকা আছে কোহলির কাছেও।

‘স্মিথ বলেছেন ভারত চাপের মধ্যে আছে, সত্যি তাই?’ —সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতীয় দলপতি হাসতে হাসতে বলেন, ‘আমি? আমার দল? আমরা চাপের মধ্যে? আমি তো বেশ রিলাক্সে আছি। আমি খুশি। আমি হাসছি। সব কিছুই তো ঠিক আছে। আমি ঠিক বুঝতে পারছি না তিনি (স্মিথ) ঠিক কি বলতে চেয়েছেন! অস্ট্রেলিয়ার প্রস্তুতি যেমনই আর তারা যা-ই বলুক না কেন এখন আমাদের সময় এসেছে নিজেদের স্কিল দেখিয়ে দেওয়ার। আমি বুঝতে পেরেছি একটা মাইন্ড গেম ছাড়া আর কিছু নয়।’

কোহলি বলেন, ‘আমরা ভালো খেলার জন্য মুখিয়ে আছি। গত দুই বছর আমরা যেভাবে ক্রিকেট খেলেছি একইভাবে এই সিরিজেও খেলতে চাই।’  অস্ট্রেলিয়াকে আটকে ভারত নাকি এই টেস্টে ড্রয়ের চিন্তা করছে। এমন কথাই উড়িয়ে দিয়েছেন কোহলি। তিনি জয়ের জন্যই মাঠে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর