শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পেলের ছেলে জেলের বাইরে

ক্রীড়া ডেস্ক

পেলের পথ ধরে ফুটবলার হয়েছিলেন ছেলে এডিনহো। খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোসে। পেলেও এই ক্লাবে খেলে তারকা হয়েছেন। ছেলে এডিনহো অবশ্য বাবার মতো স্ট্রাইকার ছিলেন না। ছিলেন গোলরক্ষক। বাবার পদাঙ্ক অনুসরণ করে তারকা হতে পারেননি। কিন্তু মানি লন্ডারিং ও মাদক পাচারের সঙ্গে জড়িত থেকে গ্রেফতার হয়েছিলেন ২০০৫ সালে। এখন তিনি জেলের বাইরে।

তখন বিচারে তার ৩৩ বছরের জেল হয়েছিল। এই শাস্তির বিপক্ষে আপিল করেন এডিনহো। সেটা কমিয়ে ১৩ বছর করা হয়। অবশ্য জেলে যেতেই হয়েছিল পেলের ছেলেকে। ৬ মাস জেল খাটার পর প্যারোলে মুক্তি পান তিনি। আপিলের শুনানি লম্বা সময় মতো চলে। গত সপ্তাহে রায় দেন বিচারক। তাতে ১৩ বছরের জেল হয়। বিচারক জানিয়েছেন, সুরাহা না হওয়া পর্যন্ত এডিনহো জেলের বাইরে থাকবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর