রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টানা ৭ সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর জিতেই চলেছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জিতল ৬ উইকেটে। এই জয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ৩-২ ব্যবধানে। টানা ৭ সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরেই রাখলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা যেমন টানা সাত সিরিজ জিতেছে, বিপরীতে নিউজিল্যান্ড ঘরের মাঠে টানা ৮ সিরিজ পর ওয়ানডে সিরিজ হারলো। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসরা সর্বশেষ সিরিজ হেরেছিল ২০১৪ সালে প্রোটিয়াদের কাছেই।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি দুই দল জিতেছিল দুটি করে। সর্বশেষ ওয়ানডে স্বাগতিকরা জিতেছিল আবার মার্টিন গাপটিলের ১৮০ রানের অপরাজিত ব্যাটিংয়ে। আগে ব্যাট করতে নেমে অকল্যান্ডের ইডেন পার্কে প্রোটিয়া বোলারদের দুরন্ত বোলিংয়ে ৪১.১ ওভারে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা কাগিসো রাবাদার গতি, সুইংয়ের সঙ্গে পেড়ে ওঠেননি কেন উইলিয়ামসনরা। শেষ দিকে লেগ স্পিনার ইমরান তাহির মিতব্যয়ী বোলিং করলে ৮.৫ ওভার আগেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ৮ নম্বরে ব্যাট করতে নামা ডি গ্র্যান্ডহোম। ২৪ রানের ইনিংস খেলেন তিন ব্যাটসম্যান ব্রাউন লি, নিশাম ও স্যান্টনার। ম্যাচসেরা রাবাদা ২৫ রানে নেন ৩ উইকেট। ইমরান তাহিরের স্পেল ১০-০-১৪-২! পরে দ. আফ্রিকার ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

টার্গেট ১৫০। ওভার প্রতি ৩ রান। সেটা করতে নেমে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে একটু কোণঠাসা হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক ডি ভিলিয়ার্স ও ফাপ ডু প্লেসিস ৪০ রান যোগ করে জয়ের ভিত তৈরি করে দেন। ডি ভিলিয়ার্স ২৩ রান করেন। শেষ দিকে পঞ্চম উইকেট জুটিতে ডু প্লেসিস ও ডেবিড মিলার ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ১০৬ বল আগেই জয় উপহার দেন। ডু প্লেসিস অপরাজিত থাকেন ৫১ রানে। মিলার ৩৫ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা ছিল।          

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৪৯/১০, ৪১.১ ওভার  (ব্রাউন লি ২৪, উইলিয়ামসন ৯, টেলর ৮, রঞ্চি ৮, নিশাম ২৪, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৩২। রাবাদা ৩/২৫, মরিস ১/৩৪, তাহির ২/১৪, ফিলুরকওয়েয়ো ২/৩৫)।

দক্ষিণ আফ্রিকা : ১৫০/৪, ৩২.২ ওভার ( ডু প্লেসিস ৫১*, ডি ভিলিয়ার্স ২৩, মিলার ৪৫*। প্যাটেল ২/২৬, ডি গ্র্যান্ডহোম ১/১৬, নিশাম ১/১০)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা : কাগিসো রাবাদা

সর্বশেষ খবর