সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মেসি জাদুতে উড়ছে বার্সা

ক্রীড়া ডেস্ক

মেসি জাদুতে উড়ছে বার্সা

হোঁচট খায়নি। বরং বড় ব্যবধানে জিতে শীর্ষেই থাকল বার্সেলোনা। অথচ ড্র করলেই শীর্ষে জায়গা করে নিত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নু-ক্যাম্পে লা লিগায় সেন্ডা ডিপোর বিপক্ষে ৫-০ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা। এই জয়ে বার্সার ২৬ ম্যাচে সংগ্রহ ৬০ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিরুদ্ধে মেসিরা বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবেন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বার্সাকে ৫-০ গোলে জিততে হবে। কেননা প্রথম লেগে পিএসজি ৪-০ গোলে জয় পেয়েছিল। শনিবারের বড় জয় এনরিকের শিষ্যদের      উজ্জীবিত করবে এ নিয়ে কোনো সংশয় নেই।

যাক, চ্যাম্পিয়নস লিগে বার্সার টিকে থাকা নিয়ে সন্দেহ থাকলেও লা লিগায় শিরোপা ধরে রাখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাদের গতিময় খেলা দেখে সমর্থকরা উল্লসিত। ডিপোর বিপক্ষে জয়ের নায়ক সেই মেসিই। নিজে ২টি গোল করেন, বাকিগুলোতেই তার সহযোগিতা ছিল। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষদের দিশাহারা করে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। শেষ পর্যন্ত ২৪ মিনিটে বার্সা শিবিরে স্বস্তি নেমে আসে। মধ্যমাঠ থেকে বল পেয়ে দ্রুত গতিতে মেসি দুজনকে কাটিয়ে নিচু জোরালো শর্টে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করলে ১-০ গোলে এগিয়ে যায়। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। মেসির বাড়ানো বল গোলমুখে পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান রিও অলিম্পিকে ব্রাজিলকে সোনা জেতানো এই তারকা। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে দারুণ দুটি আক্রমণ করে স্বাগতিকরা। প্রথমবার সবাইকে পেছনে ফেলে ছুটে যাওয়া সের্জি রাবতো ঠিক সময়ে শর্ট নিতে ব্যর্থ হন। এরপর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি নেইমার। তবে মেসির জাদুকরী ফুটবলে সে হতাশা ঢাকতে সময় লাগেনি। সাত মিনিটের মধ্যে আরও তিনবার বল জালে পাঠান তারা। ৫৭ মিনিটে দলের তৃতীয় গোলটি দারুণ পাসিং ফুটবলের ফল। নেইমারের পাস ধরে মেসি কোনাকুনি বল বাড়ান ডিবক্সের মধ্যে র‌্যাফিনিয়ার উদ্দেশে। আর ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পা হয়ে বল পেয়ে সহজে জালে পাঠান রাকিভিজ। ৬৩ মিনিটে মেসির ছয় গজ বক্সে বাড়ানো বলে টোকা দিয়ে গোল করেন উসতিতি। বার্সার জার্সিতে এই ফরাসি ডিফেন্ডারের এটি প্রথম গোল। তিন মিনিট পর মেসির চমৎকার গোল। বাঁ দিক থেকে আড়াআড়ি ডিবক্সে একজনকে ফাঁকি দিয়ে আরেকজনের দুই পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর