সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চীনকে হারিয়ে শীর্ষে মিসর

ক্রীড়া প্রতিবেদক

ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের ঢাকা পর্বে পুল বি’তে চীনকে হারিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করল ফেবারিট মিসর। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চীন-মিসর ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে চীনকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় মিসর। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে চীন। প্রথম ম্যাচে চীন ৭-৩ গোলে হারিয়েছিল ঘানাকে। অন্যদিকে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়েছিল মিসর। গতকালের জয়টি মিসরের জন্য বিশেষ কিছুই। দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে তারা ম্যাচে ফিরেছে। ৩ মিনিটে জিও জিন ও ৯ মিনিটে ডু তালাকে গোল করে চীনকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন। তবে মিসর দ্বিতীয় ও শেষ কোয়ার্টারে গোল করে ম্যাচটাকে টেনে নেয় শুটআউট পর্যন্ত। মিসরের পক্ষে ২৭তম মিনিটে গোল করেছেন এলনাগার আহমেদ। ৫২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন মামদু মাহমুদ। ভাগ্য নির্ধারণী এ পর্বটাও বেশ জমে উঠেছিল। মিসর ৬টি হিট নিয়ে করেছে ৩ গোল। চীন করেছে ২টি। মিসর গ্রুপের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার ঘানার বিপক্ষে এবং চীন খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে পুল বি’তে গতকাল শ্রীলঙ্কাকে ৫-৪ গোলে হারিয়ে তিন নম্বর স্থান দখল করেছে ঘানা। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন ঘানার বোতসিও জনি। এ ছাড়াও একটি করে গোল করেছেন আকাবা এলিকেম এবং বাইডেন মাইকেল। শ্রীলঙ্কার পক্ষে একটি করে গোল করেন অনুরাধা, ইশাঙ্কা, ফার্নান্দো এবং পুষ্পা। ওয়ার্ল্ড হকি লিগে দ্বিতীয় রাউন্ড থেকে কোন দুটি দল তৃতীয় রাউন্ডে যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শক্তির দিক দিয়ে মালয়েশিয়াকে এগিয়ে রাখা যায়। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ, ওমান, মিশর ও চীনের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর