মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তবুও সতর্ক রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

তবুও সতর্ক রিয়াল

অনুশীলনে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিষিদ্ধ থাকায় রিয়াল মাদ্রিদের গত ম্যাচে মাঠে ছিলেন না গেরেথ বেলে এবং আলভারো মোরাতাও। তারপরও লা লিগায় অ্যাইবারের বিপক্ষে ম্যাচটা ৪-১ গোলে জিতেছিল জিনেদিন জিদানের শিষ্যরা। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে নেপোলির মাঠে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দলে থাকছেন রোনালদোসহ অন্য সবাই। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। জিদানের শিষ্যরা বলতে গেলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে। তবে ইতালিয়ান ক্লাব নেপোলির সামনেও সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদকে টপকে শেষ আটে যাওয়ার। সান্তিয়াগো বার্নাব্যুতে এক গোল পাওয়ায় নিজেদের মাঠে ২-০ গোলে জিতলেই শেষ আট নিশ্চিত হবে নেপোলির। তবে বিষয়টা যে কতটা কঠিন তা নেপোলি ভালোই জানে। তারপরও রিয়ালের জালে দুই গোল করতে মরিয়া হয়েই খেলবে ম্যারাডোনার সাবেক এ ক্লাব। রিয়াল মাদ্রিদ অবশ্য এসব নিয়ে ভাবছে না। নিজেদের কোয়ার্টার ফাইনালে ধরে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করছেন জিনেদিন জিদান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর