বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পারল না জিমিরা

ক্রীড়া প্রতিবেদক

পারল না জিমিরা

এই উল্লাস ধরে রাখতে পারেনি বাংলাদেশ

ওয়ার্ল্ড হকি লিগ দ্বিতীয় রাউন্ডের ঢাকা পর্বে শেষ আটে শক্তিশালী প্রতিপক্ষ এড়াতে বাংলাদেশের সামনে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে সে লক্ষ্যেই খেলতে নেমেছিলেন জিমি-চয়নরা। কিন্তু বার বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ওমানের কাছে হেরে গেছে ৩-২ গোলে। নিজেদের মাটিতে এটাই ওমানের কাছে বাংলাদেশের প্রথম হার!

ওয়ার্ল্ড হকি লিগে নিজেদের মাটিতে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের পরাজয়ে শুরু করেছিল জিমিরা। তবে ফিজিকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে অন্তত দ্বিতীয় হওয়ার আশা বাঁচিয়ে রাখে তারা। শর্ত ছিল, ওমানকে হারাতে হবে। কিন্তু সেই লক্ষ্য পূরণ হলো না বাংলাদেশের। গতকাল ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ওমান। অবশ্য প্রথম গোল করেন জিমিরাই। দলের দ্বিতীয় পিসি থেকে গোল করেন চয়ন। ফিজির বিপক্ষে পিসি থেকে গোল করতে ব্যর্থ হলেও গতকাল ওমানের বিপক্ষে সফল ছিল বাংলাদেশ। পিছিয়ে পরা ওমান মরিয়া হয়ে উঠে গোল পরিশোধ করতে। ম্যাচের ১৪তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক অসীম ফাউল করলে পেনাল্টি পায় ওমান। আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া অসীমের বদলি নামেন জাহিদ হোসেন। তবে তিনি ওমানের খেলোয়াড় জানদালের পেনাল্টি স্ট্রোক সামলাতে পারেননি। সমতায় ফিরে ওমান। অবশ্য এর তিন মিনিট পরই রোমান সরকারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের স্বপ্ন দেখতে থাকেন ভক্তরা। তবে ২৫তম মিনিটে আল হাসানি মুহান্না এবং দুই মিনিট পর আল বাতাশি গোল করে ওমানকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিলে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ম্যাচে এরপর বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েও সফল হতে পারেননি জিমিরা। ম্যাচ শেষে পরাজয়ের জন্য স্ট্রাইকারদেরই দায়ী করলেন গোলরক্ষক জাহিদ।

এ পরাজয়ে এ গ্রুপ থেকে তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। এর অর্থই হলো, শক্তিশালী মিসরের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। জাহিদ অবশ্য দৃঢ়তার সঙ্গে বললেন, ‘মিসর শক্তিশালী দল। তবে আমরা শতভাগ খেলতে পারলে তাদেরকে হারানো সম্ভব।’ মিসরের বিপক্ষে ২০০১ সালের চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ ২-১ গোলে হেরেছিল।

এদিকে গতকাল বি গ্রুপে চীন ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে। শেষ আটে তারা বি গ্রুপের তলানির দল ফিজির মুখোমুখি হবে। অন্য ম্যাচে ঘানা ১-১ গোলে ড্রয়ের পর মিসরের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরেছে। শেষ আটে ঘানা মুখোমুখি হবে ওমানের। গতকাল এ গ্রুপে মালয়েশিয়া ১১-০ গোলে হারিয়েছে ফিজিকে। শেষ আটে তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের সবকটি ম্যাচই আগামীকাল অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনাল ফিকশ্চার

ম্যাচ   তারিখ  সময়

মালয়েশিয়া-শ্রীলঙ্কা    ৯ মার্চ সকাল ৯-১৫

চীন-ফিজি    ৯ মার্চ সকাল ১১-৩০

ওমান-ঘানা   ৯ মার্চ দুপুর ১-৪৫

বাংলাদেশ-মিসর ৯ মার্চ বিকাল ৪টা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর