বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভারতের স্বস্তির জয়

ক্রীড়া ডেস্ক

ভারতের স্বস্তির জয়

অবশেষে হাসি ফিরল কোহলিদের মুখে —ইন্টারনেট

বেঙ্গালুরুতে ভারতের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে টেস্টে ২-০ তে পিছিয়ে পড়ার শঙ্কা জেগে উঠেছিল। তা আর হতে দেননি কোহলিরা। ৭৫ রানের অবিশ্বাস্য জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ব্যাটে-বলে পাত্তাই পায়নি।

স্মরণকালের শোচনীয় হারে ভারতজুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে। সেই ঝড় থামিয়ে দিল রবি চন্দন অশ্বিন। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে যায়। তবে অস্ট্রেলিয়াও বড় লিড নিতে পারেনি। ২৭৬ রানে গুটিয়ে যায়। ৮৭ রানে পিছিয়ে থাকার পরও ভারতের দ্বিতীয় ইনিংসটি বড় হয়নি। আগের দিন বড় সংগ্রহের আভাস দিলেও ২৭৪ রানে থেমে যায়। জিততে হলে অস্ট্রেলিয়াকে ১৮৮ রান তুলতে হবে। হাতে দেড়দিনের সময়ে এই টার্গেট আহামরি কিছু ছিল না। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এখানে বড় বা ছোট টার্গেট কোনো মুখ্য ঘটনা নয়। গতকাল তাই প্রমাণ করল ভারত। অশ্বিনের স্পিন জাদুতে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়। অশ্বিন ১২.৪ ওভার বোলিং করে ৪১ রানে ৬ উইকেট দখল করেন। মূলত তারই দাপটে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারত। স্মিথ ২৮, হ্যান্ডস কম ২৪, ওয়ার্নার ১৭, মার্শের ১৩ রানই ছিল উল্লেখ করার মতো। উমেশ যাদব ৩০ রানে ২ উইকেট নিয়ে জয়ের পেছনে ভূমিকা রাখেন। দুটো টেস্টেই বোলারদের সুস্পষ্ট প্রাধান্য দেখা গেল। ব্যাটসম্যানরা সেভাবে সুবিধা করতে পারছে না। সিরিজে ১-১ সমতা। এখন কে যে জিতবে বলা মুশকিল। তবে গতকাল স্বস্তির জয়ে ভারত পরবর্তী টেস্টে উজ্জীবিত হয়ে মাঠে নামবে কোনো সংশয় নেই। যে চাপ জমেছিল তা অনেকটাই কেটে গেল কোহলিদের। অসি সাবেক গ্রেট স্পিনার শেন ওয়ার্ন প্রথম টেস্ট জেতার পরই বলেছিলেন, এই হারে ভারত ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চাইবে। সেটাই হলো। নিয়ন্ত্রণের বাইরে থাকা ম্যাচ ভারত এত সহজভাবে জিতবে কেউ ভাবেনি। কোহলি পুরো কৃতিত্বটাই দিয়েছেন অশ্বিনকে। তার অসাধারণ বোলিংয়ে আমাদের সিরিজে ফেরা সম্ভব হয়েছে। চমৎকার বল করেছেন তবু ম্যাচসেরা হয়েছেন রাহুল। প্রথম ইনিংসে ভারতের পক্ষে ৯০ ও দ্বিতীয় ইনিংসে মূল্যবান ৫১ রান করেন। অবশ্য দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন পূজারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর