বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বার্সেলোনার ‘মিরাকল’ মিশন

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার ‘মিরাকল’ মিশন

তিন সপ্তাহ আগে প্যারিসে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। পিএসজির কাছে ৪-০ গোলের সেই পরাজয় ভাবিয়ে তুলেছিল ভক্তদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বহুদিন পর শেষ ষোল থেকেই বিদায়ের ঘণ্টা বাজছিল বার্সেলোনায়। কিন্তু গত তিন সপ্তাহে অনেক কিছুই বদলে দিয়েছেন মেসিরা। চার ম্যাচে করেছেন ১৫টি গোল। দুরন্ত সব জয়ে উঠে এসেছেন লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে। গত কয়েক সপ্তাহে মেসিদের পারফরম্যান্স ভক্তদের বলছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘মিরাকল’ কিছু একটা হতেও পারে! এই বিশ্বাস নিয়েই আজ শেষ ষোলর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পিএসজির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ৫-০ গোলের জয়টা এখন মেসিদের জন্য সম্ভব বলেই মনে করছেন অনেকে। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আইভান রাকিটিচ বলছেন, ‘আশা করছি আমরা একটা মিরাকল ঘটাতে পারব।’ মিরাকল তো বটেই।

 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম লেগে এত বড় ব্যবধানে পরাজয়ের পর কেউই আর কাঙ্ক্ষিত জয় পায়নি। চরম এ বাস্তবতাটা স্বীকার করেন লুইস এনরিকে। তিনি বলেন, ‘সত্যি বলতে এটা খুবই কঠিন। আমরা তো আর অবুঝ নই।’ এনরিকে সতর্কতার সঙ্গে মন্তব্য করলেও কোনো রাখ-ঢাক করছেন না বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্ডিওলা। ম্যানচেস্টার সিটির এ বর্তমান কোচ বলেন, ‘আমি লুইসকে (এনরিকে) এবং খেলোয়াড়দের যতটা জানি তারা খুব বেশি কথা বলে না। এর কারণ, তারা ফিরে এসে নিজেদের প্রমাণ করতে চায়।’ বার্সেলোনার পুরো দলটাই এখন আত্মবিশ্বাসে পূর্ণ। লুইস সুয়ারেজ তো বলেই দিয়েছেন, ‘আমরা সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করতে পারলে ন্যু ক্যাম্পে কেন পারব না!’ বার্সেলোনা মিরাকল ঘটাতে ব্যর্থ হলে ২০০৬-০৭ মৌসুমের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো শেষ ষোল থেকেই বিদায় নিবে। গত এক দশক ধরে কাতালানরা অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে। বেশিরভাগ সময়ই খেলেছে সেমিফাইনাল!

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ শেষ ষোলর দ্বিতীয় লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে বেনফিকা নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল। আজ ড্র করলেই পর্তুগিজদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। অন্যদিকে শেষ আট নিশ্চিত করতে হলে নিজেদের মাঠে বুরুসিয়া ডর্টমুন্ডকে অন্তত ২-০ গোলে জিততে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর