Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ মার্চ, ২০১৭ ০১:১০
আবারও নম্বর ওয়ান সাকিব
ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান আবারও টেস্ট, ওয়ানডে ও টি-২০তে শীর্ষে উঠে এসেছেন। এর আগেও তিন সংস্করণেই শীর্ষে ছিলেন তিনি। আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী আবারও বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের সাকিব।

ওয়ানডে ও টি-২০তে শীর্ষে আগেই ছিলেন সাকিব। তবে ২০১৫ সালের ডিসেম্বরে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা হারান তিনি। শীর্ষে উঠে এসেছিলেন ভারতের অফ স্পিনার রবি চন্দন অশ্বিন। অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি সিরিজে ভালো ব্যাট করতে পারছেন না অশ্বিন। তার বাজে ব্যাটিংয়ের কারণেই সাকিব পুনরায় শীর্ষে উঠে এসেছেন।

এই পাতার আরো খবর
up-arrow