শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ছিটকে পড়লেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

১৬ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট রাচিতে। টেস্ট শুরু হতে এখনো বেশ কয়েক দিন বাকি। কিন্তু তার আগে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পায়ের চোটে বর্ডার-গাভাস্কার সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ফলে ভারতের বিপক্ষে সিরিজে এগিয়ে যাওয়া কিংবা ঘুরে দাঁড়ানোর লড়াইটা বেশ কষ্টকরই হয়ে গেল স্টিভ স্মিথদের। 

পুনে টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর হেরে যায়  বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু টেস্ট চলাকালীনই পায়ে চোট পান। তখন তিনি ব্যথানাশক ওষুধ খেয়ে খেলেছেন। গতকাল তার পায়ে স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে হাড়ে সামান্য চিড় ধরেছে। ফলে আর কোনো ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। দলের ফিজিও ডেভিড বিকলে বলেন, ‘দ্বিতীয় টেস্ট চলাকালীনই সমস্যা দেখা দেয় স্টার্কের। আমরা ভেবেছিলাম রাচি টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে ফেরত পাঠানো হয়েছে দেশে।’ পুনেতে অস্ট্রেলিয়ার জয় পাওয়ার পেছনে স্টার্কের ৬১ রানের ইনিংস সহায়তা করেছিল। তার জায়গায় কে খেলবেন এখনো অফিশিয়ালি জানায়নি অস্ট্রেলিয়া। তবে সেখানে জ্যাকসন বার্ড হতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর