Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

ঢাকা, শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
প্রকাশ : সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১২ মার্চ, ২০১৭ ২৩:৫৮
বাপ-বেটার হাফসেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক
বাপ-বেটার হাফসেঞ্চুরি
শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজেনারায়ণ চন্দরপল

ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল। বয়স ৪২ বছর।

এখনো খেলছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নয়। ক্যারিবীয় দলে সর্বশেষ খেলছেন ২০১৫ সালে। এখন ঘরোয়া ক্রিকেটে। শুধু চন্দরপলই নয়, একই দলে  তার সঙ্গে খেলছেন ছেলে তেজেনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে বা-বেটা খেলেন গায়ানার পক্ষে। দলটির পক্ষে খেলতে নেমে দুজনেই হাফসেঞ্চুরি করেছেন। শক্তিশালী জ্যামাইকার বিপক্ষে বাপ-বেটার হাফসেঞ্চুরিতে ২৬২ রান তুলেছে গায়ানা। এর আগে গায়ানার সংগ্রহ ছিল ২৫৫ রান। ম্যাচে ওপেন করতে নেমে ২০ বছর বয়সী তেজনারায়ণ খেলেন ৫৮ রানের ইনিংস। ১৩৫ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও একটি ছক্কা। চন্দরপল ৫৭ রানের ইনিংস খেলেন ১৭৫ বলে চার চারে। শিবনারায়ণ চন্দরপাল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৬৪ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন। বাবার মতো তেজনারায়ণ চন্দরপলও বাঁ হাতি ব্যাটসম্যান।

up-arrow