মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

টেস্টে শীর্ষস্থান হারালেন সাকিব

ক্রীড়া ডেস্ক

৮ থেকে ১৩ মার্চ। এই কদিনে র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের ওঠা-নামা চোখে পড়ার মতো। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের তিন সংস্করণে শীর্ষে উঠেছিলেন সাকিব। কিন্তু পাঁচদিনের ব্যবধানে অবস্থানটা আর ধরে রাখা গেল না। সেই রবিচন্দন অশ্বিনকে টেস্টে আসনটি ছেড়ে দিতে হল সাকিবকে। গল টেস্টে সাকিব ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি। অন্যদিকে বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনেন অশ্বিন।

৮ উইকেট নেওয়ার সুবাদে ফের শীর্ষে উঠে এলেন তিনি। অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। আর দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সাকিবের ৪০৩। অশ্বিন-সাকিবের ঠিক পরেই রয়েছেন আরেক ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৩৬০। টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেও ওয়ানডে এবং টি-২০ সেরা অলরাউন্ডার সাকিবই। ওয়ানডে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আফগান তারকা মোহাম্মদ নবী। আর টি-২০তে সাকিবের পরেই অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

সর্বশেষ খবর