Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ মার্চ, ২০১৭ ২২:৫৪
মুশফিকদের শুভেচ্ছা মামুনুল-জিমির
ক্রীড়া প্রতিবেদক
মুশফিকদের শুভেচ্ছা মামুনুল-জিমির

শততম টেস্ট খেলতে বাংলাদেশ আজ মাঠে নামছে। ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। কলম্বোতে আজ ঐতিহাসিক টেস্টে ক্রীড়ামোদীদের চোখ পড়ে থাকবে টিভির দিকে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এক সময় টেস্ট খেলাটা আমাদের স্বপ্ন ছিল। সেখানে কিনা শততম টেস্ট খেলছি। এটা নিঃসন্দেহে গৌরবের। আমার বিশ্বাস শততম টেস্টে মুশফিকরা ভালো করবে। টেস্টে বাংলাদেশের অনেক প্রাপ্তি রয়েছে। শততম টেস্টে নতুন কিছু চমক থাকবে এটাই আমার প্রত্যাশা।

জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও শততম টেস্টে অংশ নেওয়ার জন্য মুশফিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্রিকেটে আমরা অনেকদূর এগিয়ে গেছি। আমি বিশ্বাস করি শততম টেস্টে বাংলাদেশ ভালো করবে।

এই পাতার আরো খবর
up-arrow