শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়নশিপ লিগে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নশিপ লিগে বসুন্ধরা কিংস

চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ খেলবে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা কিংস। গতকাল লিগ কমিটি জরুরি সভায় আসছে মৌসুমে বসুন্ধরা কিংসকে এই লিগে খেলার চূড়ান্ত অনুমতি দেয়। উল্লেখ্য, এবার তৃতীয় বিভাগ লিগে বসুন্ধরা কিংসের খেলার কথা ছিল। কিন্তু ক্লাব কর্মকর্তারা সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে খেলার আগ্রহ দেখান। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেয় ক্লাবটি। লিগ কমিটি অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চ্যাম্পিয়নশিপ লিগ খেলার অনুমতি দেয় ক্লাবটিকে। গতকাল সভা শেষে বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘আমরা বসুন্ধরা কিংসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। সব কাগজপত্র পরীক্ষা করার পর যোগ্য মনে করায় আমরা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি দিয়েছি। এ নিয়ে ৮টি দল হলো। আমরা চাচ্ছি এবার ১০ দল নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজন করতে। সব কিছু যাচাই-বাছাই করে আরও দুটি দল বেছে নেব। চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল ১ এপ্রিল থেকে। বসুন্ধরা কিংস ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জানান, চেষ্টা থাকবে অভিষেক আসরেই শক্তিশালী দল গড়া। এটিই প্রথম নয়, এর আগেও যোগ্যতা যাচাই করে পেশাদার ও চ্যাম্পিয়নশিপ লিগে বেশকটি ক্লাবকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছিল। পেশাদার লিগেও দলবদল ১ এপ্রিল থেকে। এবার বিদেশি ফুটবলারের কোটা কমানো হয়েছে। তিনজন রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে মাঠে নামতে পারবেন দুজন।

সর্বশেষ খবর