সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
প্রতিক্রিয়া

বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশ

হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন হাবিবুল বাশার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি টেস্ট খেলেছেন। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজার (৩০২৬) রানের রেকর্ডও গড়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য এক নাম হাবিবুল বাশার সুমন। তার নেতৃত্বেই জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালের জানুয়ারিতে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ শততম ওয়ানডে জিতে ভারতকে হারিয়ে। সাবেক অধিনায়ক বাশার এখন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য। দেশে বসেই বাংলাদেশের ১০০ নম্বর জয়টি উপভোগ করেছেন। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক বাশার বললেন, শততম টেস্ট জিতে বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশ।  তবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের চেয়ে এগিয়ে রেখেছেন মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে জয়টিকে। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে খেলেছিলেন বাশার। অভিষেক ইনিংসেই খেলেছিলেন ৭০ রানের জ্বলজ্বলে ইনিংস। ওই ইনিংসের পর আর পেছনে  তাকাননি। নেতৃত্ব দিয়েছেন দেশকে। তার নেতৃত্বে অনেক মাইলফলকের জন্ম দিয়েছে বাংলাদেশ। ২০০৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে নিজেদের ১০০তম ওয়ানডে জিতেছিল টাইগাররা। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায়। তার নেতৃত্বেই বাংলাদেশ ২০০৭ সালের বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছিল। সফল অধিনায়ক বাশার এখন টাইগারদের নির্বাচক। বাংলাদেশের ১০০ টেস্টে জয়টিকে দেখেছেন ঘরে বসে। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয়টিকে ঐতিহাসিক বলেছেন বাশার, ‘১০০তম টেস্টে জয় অবশ্যই আলাদা কিছু। এটা ঐতিহাসিক জয়। কিন্তু আমার কাছে সব জয় একই রকম। আমি শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের চেয়ে এগিয়ে রাখব মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিকে। ইংল্যান্ড দল অনেক বেশি শক্তিশালী ছিল। তারপরও আমি বলব, ১০০ নম্বর টেস্টে জয় অসাধারণ।’ তার নেতৃত্বে বাংলাদেশের প্রথম জয়টিকে এগিয়ে রাখলেন বাংলাদেশের সব জয় থেকে, ‘আমরা যখন প্রথম টেস্ট জিতেছিলাম, তখন আমাদের সমালোচনাটা একটু বেশিই হচ্ছিল। তাই জয় পাওয়া আমাদের অনেক দরকার ছিল। তার ওপর আমার নেতৃত্ব জয় পাওয়ায় আমার কাছে জয়টি চির স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা আজীবন জ্বলজ্বল করবে। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে জয়টিই বাংলাদেশের প্রথম।’ সেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতল। তাও আবার দ্বীপরাষ্ট্রে। সেটা আবার নিজেদের  ১০০ নম্বর টেস্টে। তাই ক্রিকেটের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে।

সর্বশেষ খবর