সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অভিষেকে বুলবুল, শততমতে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেট ইতিহাসে দারুণ এক মিল খুঁজে পেল বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অভিষেক টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। ৯ উইকেটে হেরে গেলেও আমিনুল ইসলাম বুলবুলের অনবদ্য সেঞ্চুরি অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখে বাংলাদেশ। ১৪৫ রানের ইনিংস খেলেন বুলবুল।

অন্যদিকে সাকিব আল হাসানও এক বিরল রেকর্ড গড়লেন। ওয়ানডে বা টেস্টে তার সেঞ্চুরি পাওয়া নতুন কিছু নয়। কিন্তু কলম্বোয় যে কীর্তি গড়লেন তা ইতিহাসে স্থান করে নিল। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে তখন হাল ধরেন সাকিব। আর অনবদ্য ১১৬ রানই বাংলাদেশকে বড় স্কোরের পথ দেখায়।      অভিষেক টেস্টে বুলবুল আর শততমে সাকিব। ক্রিকেট ইতিহাসে কখনো ভুলবার নয়।

সর্বশেষ খবর