শিরোনাম
সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চোখ ছিল টিভি পর্দায় কান রেডিওতে

ক্রীড়া প্রতিবেদক

সব ব্যস্ততা ভুলে গিয়ে মানুষ চোখ ফেলে রেখেছিল টিভি পর্দার দিকে। অনেকে কান পেতে রেডিও শুনেছেন। এ দৃশ্য শুধু ঢাকায় নয় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। শততম টেস্টে মুশফিকরা লড়ছেন কলম্বোয়। আর দেশজুড়ে টেনশন। সত্যি বলতে কী শ্রীলঙ্কা ১৯১ রান টার্গেট দেওয়ায় অনেকের ভিতরে ভয় ঢুকে গিয়েছিল। ১৬ কোটি মানুষের তখন প্রশ্ন একটাই ছিল পারবে কী বাংলাদেশ(!) তীরে এসে তরী তো ডুবে যাবে না তো? না, সব ভয়কে জয় করে ঐতিহাসিক শততম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে মুশফিক, সাকিব, তামিমদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর আগে নিজেদের শততম টেস্টে জয় পাওয়ার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশও নিজেদের শততম টেস্ট জিততে পারেনি। বাংলাদেশ দেখিয়ে দিল সব অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করা যায়। প্রথম ইনিংসে সাকিবের অসাধারণ সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে তামিম ও সাব্বিরের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং বাংলাদেশকে অসাধারণ জয় এনে দিয়েছে। মুস্তাফিজেরও ভূমিকা কোনোভাবে অস্বীকার করা যাবে না। চতুর্থ দিনে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে মূলত ধস নামান তিনি। অধিনায়ক মুশফিকও বলেছেন টিম স্পিরিট তাদের জিতেয়েছে। শততম টেস্ট জিতে বাংলাদেশ আরও একবার প্রমাণ করল বিশ্ব ক্রিকেটে তারা কতটা শক্তিশালী।

সর্বশেষ খবর