শিরোনাম
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এমএসএনে দুরন্ত বার্সা

ক্রীড়া ডেস্ক

এমএসএনে দুরন্ত বার্সা

সুয়ারেজের গোল উৎসব

একের পর এক অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে ফুটবলের প্রায় সব অসম্ভবকে সম্ভব করে তুলছেন বার্সাত্রয়ী। মেসি-সুয়ারেজ-নেইমারের ম্যাজিক্যাল ফুটবল আরও একবার দেখল ফুটবল দুনিয়া। রবিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পিছিয়ে পরেও ৪-২ গোলের অসাধারণ জয় পেল কাতালানরা। গোল করেছেন মেসি ও সুয়ারেজ। নেইমার গোল না করলেও ছিলেন মুখ্য ভূমিকায়। সতীর্থদের দিয়ে গোল করিয়ে আলো ছড়িয়েছেন এ ব্রাজিলিয়ান তরুণ তারকা।

লিওনেল মেসি একে একে ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। এবার নিজের রেকর্ডগুলোই নতুন করে সাজাচ্ছেন এ আর্জেন্টাইন জাদুকর। টানা অষ্টম মৌসুমে ৪০ বা তার চেয়ে বেশি গোল করার এক অনন্য নজির স্থাপন করলেন মেসি। রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিনি দুটি গোল করেছেন। এই নিয়ে লা লিগায় তিনি গোল করলেন ২৫টি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১১টি। এছাড়াও অন্যান্য প্রতিযোগিতায় আরও ৫টি গোল করেছেন তিনি। সবমিলিয়ে এরই মধ্যে ৪১টি গোল করেছেন মেসি। ২০০৯-১০ মৌসুম থেকে টানা আটটা বছর তিনি এই রেকর্ড করে চলেছেন। এদিকে রবিবার বার্সেলোনার পক্ষে গোল করেছেন লুইস সুয়ারেজ এবং গোমেজও। তবে ভ্যালেন্সিয়া ম্যাচের ২৯তম মিনিটে মাঙ্গালার গোলে এগিয়ে গিয়েছিল। ভ্যালেন্সিয়ার পক্ষে অপর গোলটি করেন মুনির আল হাদ্দাদি। এ জয়ে বার্সেলোনা লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানেই থাকল। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এদিকে রবিবার সেভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ জয়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা তিন নম্বরের পথে আরও একটু এগিয়ে এল। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর