মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবে : পাপন

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় দুর্দান্ত খেলে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। শততম টেস্টে জয় পাওয়ায় ক্রিকেটারদের ওপর ক্রীড়ামোদীদের প্রত্যাশা বেড়ে গেছে কয়েক গুণ। এমন সাফল্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন কোটি টাকা পুরস্কারের। দেশে ফেরার পর ক্রিকেটারদের বড় ধরনের সংবর্ধনা দেওয়ার চিন্তাভাবনাও চলছে। এমন সাফল্যে বোর্ড সভাপতি দারুণ খুশি। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিবি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায়। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তা প্রদর্শন করা হয়। পরে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিক ফটোসেশন করেন বিসিবি কর্মকর্তারা। ফটোসেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। তিনি বলেন, শততম টেস্টে জয়ের পর প্রত্যাশা বাড়েনি, তবে লক্ষ্য নিয়েই বোর্ড এগুচ্ছে। আমাদের যে সব কার্যক্রম, নতুন কিছু করার স্বপ্ন নিয়েই তো সেগুলো করছি। এখানে লক্ষ্য আমাদের একটাই ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কাজটি কঠিন, কিন্তু পরিশ্রম করলে অবশ্যই তা সম্ভব। সেই যোগ্যতা বাংলাদেশের ক্রিকেটারদের আছে। সামনের জুনে ইংল্যান্ডে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কঠিন গ্রুপে পড়লেও পাপন আশা প্রকাশ করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালোই খেলবে বাংলাদেশ। এটা আমাদের বড় চ্যালেঞ্জ। ক্রিকেটারদের মধ্যে যে বন্ধন গড়ে উঠেছে এবং জয়ের যে একটা বিশ্বাস ও আগ্রহ অনেক বেড়ে গেছে তাতে বাংলাদেশ এখন কোনো দলকে ভয় পায় না। এভাবে এগুতে পারলে অবশ্যই বিশ্বকাপ জেতা সম্ভব।

সর্বশেষ খবর