মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

লঙ্কান ক্রিকেটের মৃত্যু!

ক্রীড়া ডেস্ক

লঙ্কান ক্রিকেটের মৃত্যু!

‘আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি শ্রীলঙ্কান ক্রিকেটকে। মৃত্যু: ১৯ মার্চ, ২০১৭, স্থান: দি ওভাল ( পি সারা ওভাল)। এই মৃত্যুতে তার সব শুভানুধ্যায়ী গভীরভাবে শোকাহত। আর.আই.পি (রেস্ট ইন পিস)। বিশেষ দ্রষ্টব্য: মৃতদেহ দাহ করা হবে এবং ছাই নিয়ে যাওয়া হবে বাংলাদেশে।’ শ্রীলঙ্কান ইংরেজি পত্রিকা দি আইল্যান্ড তাদের ওয়েবসাইটে এভাবেই নিজেদের ক্রিকেটের এপিটাফ প্রকাশ করে। এপিটাফটি ১৮৮২ সালে দ্য স্পোর্টিং টাইমসে লেখা রেজিন্যাল্ড ব্রুকসের সেই বিখ্যাত এপিটাফটির হুবহু অনুকরণ। অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৭ রানে টেস্ট হেরে যাওয়ার পর ব্রুকস এটিকে প্রতীকী মৃত্যু হিসেবে দেখেছিলেন। সেই টেস্টের পরই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আদি দ্বৈরথ ‘অ্যাশেজ’ সিরিজ নামে বিখ্যাত হয়ে যায়। এপিটাফটি ক্রিকেটীয় অহঙ্কারের মৃত্যুর প্রতীকী হয়ে উঠে। বাংলাদেশের কাছে টেস্টে হেরে লঙ্কান ক্রিকেটকেও মৃত ঘোষণা করল দি আইল্যান্ড পত্রিকা।

সর্বশেষ খবর