বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আকরাম-ইনজির ফাঁসি হওয়া উচিত ছিল : কাদির

ক্রীড়া ডেস্ক

আকরাম-ইনজির ফাঁসি হওয়া উচিত ছিল : কাদির

ম্যাচ পাতানোর কেলেঙ্কারি

পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের মতে, নব্বইয়ের দশকে ম্যাচ পাতানো কেলেঙ্কারির দুই নেপথ্য নায়ক পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের ফাঁসি হওয়া উচিত ছিল। শুধু মাত্র এই দুজনই নন, ওয়াকার ইউনুস ও মুশতাক আহমেদের কথাও বলেছেন তিনি। কাদির মনে করেন, ম্যাচ পাতানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে এই তারকাদের কঠোর শাস্তি হলে পরবর্তী সময়ে কেউ পাকিস্তান ক্রিকেটে ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ার সাহস পেত না। নব্বইয়ের দশকে ম্যাচ পাতানোর ইস্যু নিয়ে বেশ শোরগোল হয়েছিল। এই কেন্দ্রে ছিল পাকিস্তান। দেশটিকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছিল। সেই প্রতিবেদন অনুযায়ী আজীবন নিষিদ্ধ হয়েছিলেন সাবেক অধিনায়ক সেলিম মালিক, শাস্তি পেয়েছেন পেসার আতাউর। কিন্তু এই তারকারা বেঁচে যান। তাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ থাকলেও প্রমাণ করা সম্ভব হয়নি। সেই কমিশনের সুপারিশ ছিল আকরামকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া। কাদিরের দাবি, এই ক্রিকেটাররা তখন ফর্মের তুঙ্গে ছিলেন বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আর মালিক ও আতাউর ফর্মে ছিলেন না বলে কম অপরাধ করার পরও তাদেরকে শাস্তি দেওয়া হয়।

সর্বশেষ খবর