বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এপ্রিলেও হবে কি বঙ্গবন্ধু গোল্ডকাপ

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিলেও হবে কি বঙ্গবন্ধু গোল্ডকাপ

বাফুফে নীরব ছিল। তবে মার্চে যে বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে না তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। কেননা প্রস্তুতি ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় কীভাবে? শেষ পর্যন্ত ফেডারেশন ঘোষণা দিয়েছে মার্চে নয়, বঙ্গবন্ধু গোল্ডকাপ এপ্রিলে হবে। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, এপ্রিলের তৃতীয় সপ্তাহে এই টুর্নামেন্ট মাঠে নামবে। গতবার বাংলাদেশের দুটিসহ আটটি দল অংশ নিলেও এবার ছয়টি দল বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলবে। কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হয়েছে— এ ব্যাপারে সালাম কিছুই বলতে পারেননি। শুধু বলেছেন, দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য আবার বলেন, এপ্রিলেই বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত কোন বিদেশি দলকে আমন্ত্রণ জানানো হবে তা ঠিক হয়নি। আর আমন্ত্রণ দিলেও সাড়া দেবে তার কোনো নিশ্চয়তা নেই। কেননা এখন ব্যস্ত শিডিউল। আগে সিদ্ধান্ত ছিল এবারও বাংলাদেশের দুটি দল খেলবে। কিন্তু বাফুফে চাচ্ছে শুধু জাতীয় দলকে খেলাতে। কোচ নিয়োগের ব্যাপারটিও এখনো ঝুলে আছে। সালাম বলেছেন, ‘আগামী সপ্তাহে হয়তো বা আমরা কোচের ব্যাপারটি চূড়ান্ত করতে পারব।’ অর্থাৎ সবকিছুই ধোঁয়াশার মধ্য আছে। এ অবস্থায় বঙ্গবন্ধু গোল্ডকাপ পিছিয়ে গেলেও অবাক হওয়ার কিছু    থাকবে না।

সর্বশেষ খবর