শিরোনাম
বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

কক্সবাজারে ইমার্জিং টিম বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

উদীয়মান ক্রিকেটারদের নিয়ে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইমার্জিং টিম এশিয়া কাপ। তার আগে আজ ও আগামীকাল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। গতকাল সকালে ২৪ ক্রিকেটার কক্সবাজার পৌঁছান। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ১৫ সদস্যের বাইরে আরও ৯ জন ক্রিকেটারকে সঙ্গী করা হয়। এ ছাড়া কোচ ও ম্যানেজারসহ ৬ জন। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। তার সহকারী হিসেবে আছেন নাসির হোসেন। টেস্টে খেলুড়ে চারজন করে জাতীয় দলের অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার খেলবেন এই টুর্নামেন্টে। এ নিয়মে মুমিনুল নাসিরের সঙ্গে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন ও আবুল হাসান রাজুও। ১৫ সদস্যের এ দল থেকে আগেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৭ ক্রিকেটারের। ২৩-ঊর্ধ্ব চারজন ছাড়াও আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও নাজমুল হাসান শান্তর। টুর্নামেন্টে অন্য দলগুলো আসা শুরু করবে ২৫ মার্চ থেকে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ‘বি’ গ্রুপের খেলা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে হবে ‘এ’ গ্রুপের ম্যাচ।

সর্বশেষ খবর