শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ওয়ানডেতে বাংলাদেশ আরও ভয়ঙ্কর

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে বাংলাদেশ আরও ভয়ঙ্কর

রানাতুঙ্গা

অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা ১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। লঙ্কান ক্রিকেট ইতিহাসে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইদানীং ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলেন না। তবে দেরিতে হলেও শততম টেস্ট জেতায় বাংলাদেশ অভিনন্দন জানাতে ভোলেননি। বললেন, বাংলাদেশ ব্যাট, বল ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দারুণ খেলেছে। আমি মনে করি মুশফিকরা এখন টেস্টে যে কোনো দলকে হারাতে পারে। সাকিবের প্রশংসা করে বলেন, বিশ্ব ক্রিকেটে ওর মতো অলরাউন্ডার খুব কমই দেখেছি। প্রয়োজনের সময় দলের জন্য উজার করে দেন। টেস্ট সিরিজ ড্র হয়েছে। এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। রানাতুঙ্গা বললেন, ওয়ানডেতে বাংলাদেশ খুবই শক্তিশালী। জানিনা কে কী ভাবছেন, আমার দৃষ্টিতে সিরিজে বাংলাদেশকেই ফেবারিট মনে হচ্ছে। ব্যাটিং ও বোলিংয়ে ভরসা করার মতো খেলোয়াড়ের অভাব নেই তাদের। শ্রীলঙ্কাকে আমি খাটো করে দেখছি না। তবে ম্যাচ বের করতে হলে তিন ডিপার্টমেন্টেই সমানভাবে জ্বলে উঠতে হবে। সত্যি বলতে কি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এখন যে শক্তি তাতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সামর্থ্য রয়েছে। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। যা ক্রিকেটের জন্য খুবই জরুরি।

সর্বশেষ খবর