বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বার্সার সাবেক সভাপতির চিরবিদায়

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিলেন অগাস্তি মন্টাল। ক্লাবে এনেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডাচ তারকা ইয়োহান ক্রুইফকে। ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। গতকাল ৮২ বছর বয়সে পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান এই ফুটবল সংগঠক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফসি বার্সেলোনা। মন্টাল কস্তার পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছে সমবেদনা। তার সময়েই বার্সেলোনা ১৯৭৩-৭৪ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল। এর আগে ১৪ বছর ধরে শিরোপা খরায় ভুগছিল কাতালানরা। অগাস্তি মন্টালের বাবাও ছিলেন বার্সেলোনার সভাপতি। তার নাম অগাস্তি মন্টাল গ্যালোবার্ট। ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত বার্সা প্রধানের দায়িত্ব পালন করেন গ্যালোবার্ট। বার্সার ক্লাব ইতিহাসে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র পিতা-পুত্র হলেন গ্যালোবার্ট ও অগাস্তি মন্টাল।

সর্বশেষ খবর