শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিসিবিকে টি-২০ ম্যাচের আমন্ত্রণ পিসিবির

ক্রীড়া ডেস্ক

জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। গুঞ্জন, বাংলাদেশ সফরে আসার আগে শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চাইছে তার আগে একটি সংক্ষিপ্ত সফর করুক বাংলাদেশ। পিসিবি এরইমধ্যে মে মাসে দুটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো সেই আমন্ত্রণ নিয়ে কিছু বলেনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন, ‘পিসিবি সব সময়ই আমাদের খেলার বিষয়ে বলে থাকে। তবে এখন পর্যন্ত দুটি টি-২০ ম্যাচের বিষয়ে অফিসিয়ালি আমরা কিছু জানি না।’ সংবাদটি প্রকাশিত হয়েছে পাকিস্তানের ডন পত্রিকায়। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হয়। এরপর গত ৮ বছর ধরে পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না। অবশ্য ৫ মার্চ লাহোরে পূর্ণ নিরাপত্তায় অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। ওই ম্যাচে বিদেশি ক্রিকেটাররা খেলেন। খেলেছেন। বাংলাদেশের এনামুল হক বিজয়ও। ওই ফাইনালের পরই আত্মবিশ্বাসী হয়ে উঠে পিসিবি। সে দেশের ক্রিকেট বোর্ড চাইছে ফের পাকিস্তানে ক্রিকেট হউক। ডন পত্রিকার ভাষ্যমতে আগামী মে তে পাকিস্তানের মাটিতে দুটি টি-২০ ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। 

সর্বশেষ খবর