শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ধর্মশালায় অনিশ্চিত কোহলি

ক্রীড়া ডেস্ক

ধর্মশালায় অনিশ্চিত কোহলি

অনুশীলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি —এএফপি

একেবারেই অফ ফর্মে। বিরাট কোহলির সঙ্গে গত দুই বছরে যা মানায় না। আজ অনিন্দ্যসুন্দর শহর ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট সিরিজের শেষটি খেলতে নামছে ভারত। অথচ ইনজ্যুরির জন্য ভারতীয় অধিনায়ক কোহলির না খেলার সম্ভাবনাই বেশী। রাচীতে তৃতীয় টেস্ট চলাকালীণ কােঁধ চোট পেয়েছিলেন কোহলি। ফলে গুঞ্জন দলের সেরা ক্রিকেটারকে ছাড়াই টেস্ট খেলতে নামছে ভারত আজ।

ব্যাঙ্গালুরুতে জয় পায় স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। কিন্তু হেরে যায় পুনেতে। প্রথম দুই টেস্টে দুই দলের জয়-পরাজয় সমান হওয়ায় রাচীতে নেমেছিল সিরিজে এগিয়ে যেতে। কিন্তু পারেনি কোনো দলই। ফলে ধর্মশালার টেস্টটি সিরিজ মীমাংসায় রূপ নিয়েছে। সিরিজের প্রথম টেস্ট ছাড়া বাকী সবগুলোতেই ভারতীয় দলের আধিপত্য ছিল একচেটিয়া। কোহলিবিহীন ভারত কতটা প্রভাব বিস্তার করতে পারে ধর্মশালায়, সেটাই দেখার বিষয়। নিজের খেলা না খেলা নিয়ে ভারতীয অধিনায়ক বলেন, ‘ফিজিও আমাকে আরও সময় নিতে বলেছেন। আমার ধারনা ম্যাচের দিন সকালেই বুঝতে পারবো।’ নিজে না খেললেও পর্বতের নগরী ধর্মশালায় ভারতই ফেবারিট। তবে পিছিয়ে থাকবেন না স্মিথরা। ফর্মের তুঙ্গে থাকা অসি অধিনায়ক প্রতিটি মুহুর্তেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। কোহলি দলে না থাকলে ভারতের জন্য সিরিজ জয় করা কঠিনই হয়ে যাবে ভারতের জন্য। ধর্মশালায় এমনকি ড্র হলেও সিরিজ ভাগাভাগি করে নিবে দুই দল। সিরিজ নিশ্চিত করার জন্য দুই দলেরই প্রয়োজন জয়। দেখা যাক, কাঙ্খিত জয় পায় কারা!

সর্বশেষ খবর