শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মেসিই জেতালেন আর্জেন্টিনাকে

ক্রীড়া ডেস্ক

চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এর গুরুত্ব এমনিতেই অনেক। তবে বুয়েন্স আয়ার্সের এই ম্যাচের গুরুত্ব ছিল অন্য কারণেও। গত কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপাবঞ্চিত মেসিরা প্রথমবারের মতো মুখোমুখি হয়ে ছিলেন ব্রাভোদের। প্রতিশোধ নেওয়ার একটা বিষয় তো ছিলই। তবে আর্জেন্টাইন কোচ বাউজা বারবার বলেছেন, এখানে প্রতিশোধের কোনো বিষয় নেই। কিন্তু লিওনেল মেসি পেনাল্টি থেকে ব্রাভোকে ফাঁকি দিয়ে গোল করার পর যে উৎসবে মাতল আর্জেন্টিনা তা কিন্তু প্রতিশোধের বিষয়টাই নিশ্চিত করল। গতকাল ভোরে বুয়েন্স আয়ার্সে মেসির একমাত্র পেনাল্টি গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তিন নম্বরে তুলে আনল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে চিলির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত ছিল দর্শক। তবে চিলিয়ানরা আর্জেন্টিনাকে কোনো ছাড় দেয়নি মাঠে। দুরন্ত লড়াই করেছে তারা। ম্যাচের ১৬ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পরও নিশ্চিত হতে পারেনি আলবেসিলেস্তরা। বারবার চিলির আক্রমণের শিকার হয়েছে তারা। অবশ্য ডি মারিয়া, আগুয়েরো আর হিগুয়েনরা দুরন্ত ফুটবলই খেলেছেন। বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে একটা চ্যালেঞ্জ নিয়েই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। পয়েন্ট তালিকায় সেরা চারে ওঠার তাগাদা ছিল মেসিদের সামনে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করেই মাঠ ছেড়েছে আলবেসিলেস্তরা। চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। বাকি আছে আরও পাঁচটি ম্যাচ। শক্তিশালী উরুগুয়ে, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা আর বলিভিয়ার মুখোমুখি হবেন মেসিরা। উরুগুয়ে, ইকুয়েডর আর পেরু ম্যাচটা বেশ কঠিনই হবে আর্জেন্টিনার জন্য। নিজেদের সেরা চারে ধরে রাখার জন্য বাকি ম্যাচগুলোতেও সফল হতে হবে মেসিদের।

পয়েন্ট তালিকা

দল        ম্যাচ      পয়েন্ট

ব্রাজিল   ১৩       ৩০

উরুগুয়ে            ১৩       ২৩

আর্জেন্টিনা          ১৩       ২২

কলম্বিয়া ১৩       ২১

ইকুয়েডর           ১৩       ২০

চিলি      ১৩       ২০

প্যারাগুয়ে           ১৩       ১৮

পেরু     ১৩       ১৫

বলিভিয়া            ১৩       ৭

ভেনেজুয়েলা        ১৩       ৬

সর্বশেষ খবর