রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বুফনের ১০০০তম ম্যাচে ইতালির জয়

ক্রীড়া ডেস্ক

বুফনের ১০০০তম ম্যাচে ইতালির জয়

ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলেন ইতালির জিয়ানলুইগি বুফন —এএফপি

প্রায় বিশ বছর আগে ১৯৯৭ সালে ইতালির জার্সি গায়ে মাঠে নামেন জিয়ানলুইগি বুফন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক কিছুই জয় করেছেন তিনি। ২০০৬ সালে জিতেছেন বিশ্বকাপ। এবার আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেললেন এ কিংবদন্তির গোলরক্ষক (দেশের হয়ে ১৬৮তম)। বুফনের হাজারতম ম্যাচ খেলার দিনে দারুণ জয় পেয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ক্লাব ও জাতীয় দল মিলে মোট ১ হাজার ম্যাচ খেলা বুফনের সিনিয়র ফুটবলে অভিষেক ১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাব পারমার হয়ে। পারমাতে মোট ২২০ ম্যাচ খেলেন তিনি। আর বর্তমান ক্লাব জুভেন্টাসের জার্সিতে ৬১২ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এ তারকা। ঘরের মাঠ পালেরমোয় বুফনের অসাধারণ এই কীর্তি গড়া ম্যাচে দ্বাদশ মিনিটে রোমার তারকা মিডফিল্ডার ডি রোসির পেনাল্টি গোলে এগিয়ে যায় ইতালি। আর ৭১ মিনিটে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ইম্মোবিলে। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলে জয়ের ধারা ধরে রেখেছে স্পেনও। ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারিয়ে জি গ্রুপের শীর্ষে অবস্থান করছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে স্পেন। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে ইতালি। সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য গ্রুপ তালিকার শীর্ষে থাকতে হবে। স্পেন ও ইতালি একই গ্রুপে খেলার বিষয়টা কঠিনই হয়ে গেল দুই দলের জন্য। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে গত শুক্রবার জয় পেয়েছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, আইসল্যান্ড, মেসিডোনিয়া এবং তুরস্ক। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ওয়েলস।

সর্বশেষ খবর