রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এবার রঙিন পোশাকে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে রঙিন পোশাকেও অভিষেক হয়ে গেল মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার তিনি। অভিষেকেই উইকেট পেয়েছেন। ব্যাটিং অলরাউন্ডার হলেও মিরাজ সাদা পোশাকে রাঙিয়ে দিয়েছিলেন বল হাতে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম সিরিজেই হয়েছিলেন সেরা ক্রিকেটার। এরপর ৭ টেস্টে ৩৫ উইকেট নিয়ে টেস্ট দলে জায়গা স্থায়ী করে ফেলেছেন। অবশেষে ওয়ানডে যাত্রা শুরু হলো মিরাজের। তবে একটু দেরিতে। বাংলাদেশের ক্রিকেটারদের সাধারণত আগে রঙিন পোশাকে যাত্রা শুরু হয়, তারপর টেস্টে। কারণ দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলতে হলে ফিটনেসটা জরুরি। কিন্তু মিরাজ দীর্ঘ সময় বোলিং করে খুব ভালোভাবেই ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তা ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে হয়তো মিরাজই প্রথম, সাত সাতটি টেস্ট খেলার পর যার ওয়ানডে অভিষেক হলো। রঙিন পোশাকে মিরাজের যাত্রাটা আরও বিলম্বে শুরু হতে পারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে তিনি ছিলেন না। টেস্ট খেলার পরই বাংলাদেশে চলে এসেছিলেন। ইমার্জিং এশিয়া কাপে খেলার জন্য অনুশীলনও করছিলেন। কিন্তু দলের কম্বিনেশনের কথা চিন্তা করে কোচ হাতুরাসিংহে ও অধিনায়ক মাশরাফি মিরাজকে ডেকে পাঠান। শ্রীলঙ্কা বামহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি। সে কারণেই দলে প্রয়োজন ছিল একজন স্পেশালিস্ট অফ স্পিনার। তা ছাড়া মিরাজকে দলে নেওয়ার কারণে লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতাও বেড়ে গেছে। সব দিক চিন্তা করেই মিরাজকে ওয়ানডে দলে নেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর