সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এখনই স্বপ্ন দেখছে ব্রাজিল!

ক্রীড়া ডেস্ক

এখনই স্বপ্ন দেখছে ব্রাজিল!

ফুটবলে বিশ্ব জয় ব্রাজিলের কাছে নতুন কোনো ঘটনা নয়। ১৯৩০ সালে মাঠে গড়ানোর পর তারা সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে। জার্মানি ৪, ইতালি ৪, উরুগুয়ে ২, আর্জেন্টিনা ২, ইংল্যান্ড ১, ফ্রান্স এবং স্পেনও একবার করে ফুটবলে বিশ্ব জয় করেছে। ব্রাজিল ৫৮, ৬২, ৭০, ৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও দেশটির বড় একটা আক্ষেপ রয়ে গেছে। দুবার নিজেদের দেশে আয়োজন করেও চোখের পানি ফেলেছেন ব্রাজিলিয়ানরা। ১৯৫০ সালে তবু রানার্সআপ হতে পেরেছিল। কিন্তু ২০১৪ সালের ট্র্যাজেডি ব্রাজিলিয়ানরা ভুলবে কিভাবে? ১৯৫০ সালে যাই ঘটুক না কেন, স্বপ্ন ছিল ২০১৪ সালে নিজ দেশে বিশ্বজয় করে সেই বেদনা ভুলবে। ভাগ্যের কি নির্মম পরিহাস। শিরোপার বদলে পুরো দেশ লজ্জায় মাথা নিচু করল। সেমিফাইনালে নির্ভরযোগ্য তারকা নেইমার মাঠে নামতে পারেননি। তারপরও পুরো গ্যালারি আশায় ছিল ফাইনালে উঠবে ব্রাজিল। কিন্তু জার্মানির সামনে দাঁড়াতেই পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রীতিমতো সেমিফাইনালে ছেলেখেলা খেলেছে জার্মানি। ৭-১ গোলে হার। যা বিশ্ব কখনো ভাবেনি। এই হারের পর ফুটবলে ছন্দ পতন ঘটে ব্রাজিলের। একের পর এক হার দেখে ফুটবল বিশ্লেষকরা বলেই ফেলেছিলেন, ফুটবলে ব্রাজিলদের দিন শেষ হতে চলেছে। না, যে জাতির রক্তে ফুটবল মিশে গেছে তারা কি শেষ হতে পারে। নিজেদের দেশে বিশ্বকাপ না জেতার বেদনা থাকলেও অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন পূরণ করেছে। গত বছরই রিও অলিম্পিক গেমসে প্রথমবার ফুটবলে সোনা জিতে ব্রাজিল। সেই থেকে চেনারূপে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলছেন নেইমাররা। ১৩ ম্যাচে ৯ জয়, ৩ ড্র, ১ হারে ৩০ পয়েন্ট নিয়ে ২০১৮ সালে রাশিয়ায় চূড়ান্তপর্বে টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে। উরুগুয়ের মাঠে পিছিয়ে থেকেও পাও লিনহোর হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এতেই বোঝা যায় তাদের শক্তি। প্যারাগুয়ের বিরুদ্ধে পরবর্তী লড়াই। জিতলেই চূড়ান্তপর্ব নিশ্চিত হয়ে যাবে। হারলেও খুব যে সমস্যা হবে তাও নয়। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল যে খেলবে তা নিয়ে সংশয় থাকার কথা নয়। যে দুর্বার গতিতে ব্রাজিল এগিয়ে যাচ্ছে তাতে চূড়ান্তপর্ব নয়, ব্রাজিলিয়ানরা এখনি বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে। সময় পড়ে আছে অনেক। সুতরাং এখনই স্বপ্ন দেখা ঠিক হচ্ছে কিনা তা ব্রাজিলিয়ান আরও পরে বোঝতে পারবে।

সর্বশেষ খবর