সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইমার্জিং এশিয়া কাপ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল জিতলেই প্রথমবারের মতো সিরিজ জেতার স্বাদ নিবে টাইগাররা। ওই দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ। অথচ মিরাজের খেলার কথা ছিল সাত জাতির টিম এশিয়া কাপে। কিন্তু দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট তাকে তড়িঘড়ি করে ডেকে নিয়ে যায় শ্রীলঙ্কায়। প্রথম ওয়ানডেতে অসাধারণ জয়ের অন্যতম নায়কও মিরাজ। মিরাজ না খেললেও ইমার্জিং এশিয়া কাপে খেলা বাংলাদেশ দল কিন্তু শিরোপা জয়ের টার্গেটেই নামছে। আজ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ আজ মুখোমুখি হবে আইসিসি সহযোগী দেশ হংকংয়ের। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলছে এশিয়ার বাকি তিন টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল। আইসিসি সহযোগী দেশগুলো হচ্ছে হংকং, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়া। খেলার কথা থাকলেও ব্যস্ত সূচির জন্য শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় সংযুক্ত আরব আমিরাত। সেখানে খেলবে নেপাল। টুর্নামেন্টের স্পন্সর ম্যাক্স গ্রুপ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সন্মেলন করে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায় ইমার্জিং এশিয়া কাপের টাইটেল স্পন্সর ‘ম্যাক্স গ্রুপ ইমার্জিং টিম এশিয়া কাপ’। সাত জাতির খেলাগুলো হবে কক্সবাজার ও চট্টগ্রামে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়াও আউটার স্টেডিয়ামেও খেলা হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ছাড়াও খেলা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনাল ৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  বেলা ২টায় শুরু হবে। বাংলাদেশের অধিনায়ক ২২ টেস্ট খেলা মুমিনুল হক। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সহ অধিনায়ক নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, আবুল হাসান রাজু, আবু হায়দার রাহী ও    মোহাম্মদ মিঠুনের।

সর্বশেষ খবর