সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জমে উঠেছে ধর্মশালা টেস্ট

ক্রীড়া ডেস্ক

জমে উঠেছে ধর্মশালা টেস্ট

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া, দ্বিতীয়টিতে ভারত। তৃতীয় টেস্টে কেউ হারেনি। অর্থাৎ ধর্মশালা টেস্টটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। সত্যি বলতে কি হিমাচল প্রদেশে অনুষ্ঠিত টেস্টে যে অবস্থা তাতে হারজিতের সম্ভাবনা রয়েছে। কে জিতবে সিরিজ ভারত না অস্ট্রেলিয়া তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। টসে জিতে স্টিফেন স্মিথের সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়া বড় সংগ্রহ করতে পারেনি। ৮৮.৩ ওভার খেলে ৩০০ রানে অলআউট হয়ে যায়। ১৭৩ বলে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে স্মিথ ১১১ রান সংগ্রহ করেন। ওয়েড ৫৭, ওয়ার্নার তোলেন ৫৮ রান। যাদব ছিলেন সবচেয়ে সফল বোলার। ৬৮ রানে ৪ উইকেট দখল করেন তিনি। ভারত ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেও এগিয়ে যেতে পারেনি। ৬ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছে। অধিনায়ক বিরাট কোহলি ইনজুরিতে এই গুরুত্বপূর্ণ টেস্ট খেলতে পারছেন না। স্বাভাবিকভাবে ব্যাটিং লাইনটা দুর্বল হয়ে পড়েছে। রাহুল ৬০, পূজারা ৫৭, রাহানে উল্লেখ করার মতো ৪৬ রান তোলেন। শাহ্ ১০ ও জাদেজা ১৬ রানে ক্রিজে টিকে আছেন। হাতে ৪ উইকেট নিয়ে ভারত লিড নিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। ৬ উইকেটের মধ্যে লিওন নেন ৬৭ রানে ৪ উইকেট।

সর্বশেষ খবর