মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ

আইসিসি সহযোগী দেশ থাকার সময় হংকংয়ের বিপক্ষে নিয়মিত খেলত বাংলাদেশ। এখন আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্ট হলে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয় দ্বীপরাষ্ট্রকে। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে চট্টগ্রামে হেরেছিল হংকংয়ের কাছে। সাবেক ব্রিটিশ কলোনির কাছে একমাত্র এটাই হার। গতকাল ইমার্জিং এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলল বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটিতে স্বাগতিকরা পাত্তাই দিল না হংকংকে। ৮ উইকেটে উড়িয়ে শুভ সূচনা করেছে মুমিনুল বাহিনী। আজ নেপালের বিপক্ষে খেলতে নামবেন মুমিনুল, নাসির হোসেনরা। নেপালকে ৬ উইকেটে হারিয়েছে টুর্নামেন্টের আরেক ফেবারিট পাকিস্তান।

ইমার্জিং এশিয়া কাপে নামের ভারে সম্ভবত সবচেয়ে বড় তারকা ক্রিকেটার মুমিনুল ও নাসির। দুজনেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন। নাসির ইদানীং নিয়মিত নন। তবে মুমিনুল সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন। নাসির খেলেছেন অনেক দিন আগে। ঘরের মাঠে টুর্নামেন্টের শিরোপা জিততে শক্তিশালী দল গড়েছে বাংলাদেশ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার অধিনায়ক মুমিনুল ও সহঅধিনায়ক নাসির ছাড়াও রয়েছেন আবুল হাসান রাজু, নাজমুল হাসান শান্ত। এদের নিয়ে গতকাল খেলতে নেমে হংকংকে মাত্র ১২৫ রানে গুঁড়িয়ে দেয়। বিশেষ করে অধিনায়ক ও সহঅধিনায়কের ঘূর্ণিতেই হংকংয়ের ইনিংস শেষ হয় ৩৫.১ ওভারে। মুমিনুল বাঁ হাতের ঘূর্ণিতে ১০ ওভারের স্পেলে ১৮ রানের খরচে ৩টি এবং নাসির ১১ রানের খরচে নেন ৩ উইকেট। আরেক বাঁ হাতি স্পিনার রাহাতুল ফেরদৌস নেন ২ উইকেট। স্পিন ত্রয়ীর আক্রমণে হংকং শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪৫ রানে। দ্বীপরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন হায়াত এবং নিজাকাত করেন ২৭ রান। ১২৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ ওপেনার আজমির ও মুমিনুলের উইকেট হারিয়ে। অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার সাইফ হাসান অপরাজিত থাকেন ৫৭ রানে। ইনিংসটি খেলেন ৪৭ বলে। শান্ত ২৪ রানে অপরাজিত থাকেন ২৩ বলের মোকাবিলায়।

সর্বশেষ খবর