মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলের সামনে প্যারাগুয়ে

বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলের সামনে প্যারাগুয়ে

নেইমার - মেসি

নেইমারদের ব্রাজিল যেন ফিরে পেয়েছে সেই হারানো জৌলুস। ‘জোগো বোনিতো’র কথা মনে করিয়ে দিচ্ছে তরুণ ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলে একের পর এক দুরন্ত জয়ে এগিয়েই চলেছে তারা। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে সিলেকাওরা। আর মাত্র এক ম্যাচ জয় করলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হতে পারে ব্রাজিলের। আগামীকাল ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছেন নেইমাররা। এই ম্যাচটা জিতলেই নিশ্চিত হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চূড়ান্ত পর্ব। অবশ্য শর্ত রয়েছে। চিলি ও ইকুয়েডরকে অন্তত ড্র করতে হবে নিজেদের ম্যাচে। দুই দলেরই সংগ্রহ ২০ পয়েন্ট করে। ইকুয়েডর আছে ৫ নম্বরে। ৬ নম্বরে চিলি। নিজেদের মাটিতে ইকুয়েডর মুখোমুখি হচ্ছে কলম্বিয়ার। অন্যদিকে চিলির প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ইকুয়েডরের ম্যাচটি কঠিন হলেও চিলি জিতে যেতে পারে সহজেই। সে ক্ষেত্রে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে ব্রাজিলকে। অবশ্য ব্রাজিল নিজেদের এমন এক অবস্থায় নিয়ে গেছে যে, কাগজে কলমে না হলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব তাদের নিশ্চিত হয়েই গেছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে ৩ নম্বরে। আজ রাতে বলিভিয়ার মুখোমুখি হচ্ছেন মেসিরা। জিতলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে আলবেসিলেস্তরা। অন্যদিকে উরুগুয়ের প্রতিপক্ষ পেরু। আগের ম্যাচে ব্রাজিলের কাছে হেরে কিছুটা কোণঠাসা হয়ে আছে দুবারের বিশ্বজয়ীরা। পেরুকে হারাতে পারলেই রাশিয়ার পথে অনেক দুর এগিয়ে যাবে উরুগুয়ে। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে এবারের রাউন্ডেই অনেক কিছু নিশ্চিত হয়ে যাবে। ভেনেজুয়েলা ড্র করলেই চূড়ান্ত পর্ব খেলার আশা শেষ হয়ে যাবে তাদের। বলিভিয়ার স্বপ্নও শেষ হয়ে যেতে পারে আর্জেন্টিনার কাছে হারলে। এরপর ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইকুয়েডরের সঙ্গে লড়াইয়ে টিকে থাকবে কেবল চিলি, প্যারাগুয়ে ও পেরু।

সর্বশেষ খবর