মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জয় দেখছে ভারত

ক্রীড়া ডেস্ক

জয় দেখছে ভারত

অস্ট্রেলিয়ার উইকেট পাওয়ার পর যাদব ও কুলদীপের উল্লাস

দুই দিনের ম্যাচের চেহারা দেখেই স্পষ্ট হয়ে ওঠে ধর্মশালা টেস্টে হারজিত হচ্ছে। শেষ পর্যন্ত তাই হতে চলেছে। তবে সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে স্বাগতিক ভারতেরই। কেননা জিততে হলে আজ চতুর্থ দিলে ভারতের প্রয়োজন ৮৭ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার ১০ উইকেট। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এমন সুবিধাজনক অবস্থানে থেকে হারের রেকর্ড একেবারে কম নেই। ভারতও স্বল্প টার্গেটে হাতে ১০ উইকেট থাকার পরও টেস্টে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল। তাই ভারত যে ধর্মশালায় সিরিজ জয়ের উল্লাস করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ক্রিকেটে অনেক নাটকই হয়।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গড়া ৩০০ রানের জবাব দিতে গিয়ে কোহলিবিহীন ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। দ্বিতীয় দিন শেষে তারা ৬ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। গতকাল তৃতীয় দিনে ৮৪ রান যোগ করে অলআউট হলে ভারত এগিয়ে থাকে ৩২ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আর দাঁড়াতেই পারেনি। ১৩৭ রানে অলআউট হয়ে যায়। ম্যাক্সওয়েল ৪৫, ওয়েডের ২৫ রান ছাড়া বাকিরা কেউ সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান স্মিথও ১৭ রান করে সাজঘরে ফেরত যান। প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ধস নামান জাদেজা, অশ্বিন ও যাদব। তিনজনই তিনটি করে উইকেট ভাগাভাগি করেন। দিনের শেষে ৬ ওভার খেলে ভারত বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে। রাহুল ১৩ ও বিজয় ৬ রান করে ক্রিজে টিকে আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর