বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নাসিরের সেঞ্চুরি সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নাসিরের সেঞ্চুরি সেমিতে বাংলাদেশ

নাসির হোসেন সর্বশেষ ওয়ানডে খেলেন গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আর সুযোগ পাননি জাতীয় দলে। ‘দ্য ফিনিশার’ খ্যাত নাসিরকে জাতীয় দলে নিয়মিত দেখা না পাওয়ায় প্রতিনিয়তই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেলকে জবাব দিতে হচ্ছে। অবশ্য নাসিরের পারফরম্যান্সই চাপে ফেলছে নির্বাচকদের। কক্সবাজারে চলতি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে ব্যাট ও বল হাতে পারফরম্যান্স করেই চলেছেন ৫৮ ওয়ানডে, ১৭ টেস্ট ও ৩১ টি-২০ ম্যাচ খেলা নাসির। হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর গতকাল ব্যাটিংয়ে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেন। তার সেঞ্চুরিতেই প্রথম দল হিসেবে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নাসিরের সেঞ্চুরিতে ‘হিমালয় দুহিতা’ নেপালকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে গতকাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মুমিনুল বাহিনী। সেখান থেকে নাসির দলকে টেনে তুলেন। অধিনায়ক মুমিনুলের সঙ্গে জুটি বেঁধে ৭৮ রান যোগ করেন। এই জুটিই বাংলাদেশকে ২৫৭ রানে বেজ তৈরি করে দেয়। মুমিনুল ৬১ রানের ইনিংস খেলেন ৭৮ বলে ৭ চারে। অধিনায়কের বিদায়ের পর আবুল হোসেন রাজুর সঙ্গে ৫৫ বলে যোগ করেন ৭৬ রান। রাজু ২৯ রান করেন মাত্র ৩০ বলে। নাসির ১০৯ রানের ইনিংস খেলেন ১১৫ বলে ১২ চার ও ২ ছক্কায়। ২৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। যদিও দিপেন্দ্র ৫৬ ও দিলিপ ৪১ রানের ইনিংস খেলায় ১৭৪ রান করে নেপাল। আইসিসি সহযোগী দেশটিকে ৪২.৩ ওভারে গুঁড়িয়ে দেন বাঁ হাতি স্পিনার রাহাতুল ফেরদৌস, সাইফুদ্দিন ও আবুল হাসান রাজু। রাহাতুল ৪৫ রানে নেন ৪ উইকেট। সাইফুদ্দিন ৩ উইকেট নেন ২২ রানে এবং রাজু নেন ২ উইকেট নেন ৪০ রানের খরচে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশকে পরের ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানের।

সর্বশেষ খবর