বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিরিজ জয়ের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ জয়ের অপেক্ষা

বাংলাদেশ ক্রিকেট দল গতকাল দুপুরে ডাম্বুলা থেকে কলম্বো ফিরেছে। ১ এপ্রিল শেষ ওয়ানডে খেলতে শ্রীলঙ্কার রাজধানীতে ফেরার পথে বাসের পাটাতনে শুয়ে বিশ্রাম নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেটা উপভোগ করছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, সাব্বির আহমেদ, সানজামুলরা —ফেসবুক

বৃষ্টিতে ডাম্বুলায় যখন খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই শিবিরের চেহারা কিন্তু একইরকম ছিল! স্বাগতিক শ্রীলঙ্কা ৩১১ রানের পর্বতসমান স্কোর গড়ে অনেকটাই নিশ্চিত ছিল সিরিজে সমতা আনার। ঠিক একইভাবে পর্বতসমান টার্গেট তাড়া করে ম্যাচ জিতে প্রথমবারের মতো সিরিজ জেতার আত্মবিশ্বাসটাও নিয়ে রেখেছিলেন মাশরাফিরা। তাই ডাম্বুলা ছেড়ে কলম্বো আসার আগে প্রত্যয়ের সুরেই টাইগার অধিনায়ক বলেছেন, ‘তিনশয়ের উপরে টার্গেট হলেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম জয়ের ব্যাপারে।’ টাইগার অধিনায়ক আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন জেতার সম্ভাবনার কথা। কিন্তু বেরসিক বৃষ্টি সেটা ভেস্তে দিয়েছে। তাই বলে পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। ১ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয়টি জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতার রেকর্ড গড়বে। আর সেই রেকর্ড গড়ার স্বপ্নকে বুকে নিয়েই মাশরাফি বাহিনী এখন কলম্বোয়। প্রথম ওয়ানডে জয়ের সুখস্মৃতি নিয়ে গতকাল সকাল ১০টায় ডাম্বুলা ছাড়েন মাশরাফি। সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে দুপুর দেড়টায় কলম্বোয় পা রাখে টাইগাররা। বরাবরের মতোই ক্রিকেটাররা উঠেছেন তাজ হোটেলে। লম্বা ভ্রমণের জন্য গতকাল কোনো অনুশীলন ছিল না। ছিল ঐচ্ছিক অনুশীলন। আজ দুপুরে অনুশীলন। ১ এপ্রিল দিনের আলোয় খেলা সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে। ৪ ও ৬ এপ্রিল দুটি টি-২০ হবে প্রেমদাসা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয়। প্রথম ওয়ানডেতে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই স্বাগতিকদের ওপর প্রভাব রেখে ম্যাচ জিতেছে টাইগাররা। ওই ম্যাচে দারুণ সেঞ্চুরি করেন তামিম ইকবাল। হাফসেঞ্চুরি করেন সাকিব ও সাব্বির। ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩২৪ রান করেছিল বাংলাদেশ। যা শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেটিতে প্রথমটির আত্মবিশ্বাস রেখে খেলতে নামে টাইগাররা। যদিও কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও অধিনায়ক উপল থারাঙ্গার হাফসেঞ্চুরিতে লড়াইয়ের মতো স্কোর (৩১১) গড়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। দুই স্বাগতিক ব্যাটসম্যানের দৃঢ়তার সামনে ৪৯ ওভার পর্যন্ত টাইগার বোলারদের নাভিশ্বাস উঠেছিল। শেষ ওভারে তাসকিন আহমেদের ম্যাজিকে সবকিছু পাল্টে যায় ভোজবাজির মতো। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা উইকেট নিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের বিরল রেকর্ড গড়েন। ওয়ানডে ক্রিকেটে যা ৪১ নম্বর। তাসকিনের আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শাহাদাত হোসেন রাজিব। এরপর আবদুর রাজ্জাক। তৃতীয় বোলার হিসেবে রুবেল হোসেন এবং চার নম্বর বোলার হিসেবে তাইজুল ইসলাম। তবে তাইজুল রেকর্ড গড়ায় অন্যদের পেছনে ফেলেছেন। তাইজুলের হ্যাটট্রিকটি আবার তার অভিষেক ওয়ানডেতে। ৩১২ রানের টার্গেট ছিল দ্বিতীয় ওয়ানডেতে। তিনশয়ের উপর রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ড তিনটি। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ম্যাচ জিতলেও দ্বীপরাষ্ট্রের বিপক্ষে নেই। তাই কাজটি কঠিনই ছিল। কিন্তু টাইগার অধিনায়ক মাশরাফি ছিলেন আত্মবিশ্বাসী, ‘আমরা সাকিব ও তামিমকে ছাড়া প্রস্তুতি ম্যাচে সাড়ে তিনশ রান করেছিলাম। এবারতো এরা দুজনই ছিলেন। তাই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম।’ হ্যাটট্রিক ম্যান তাসকিন চাইছেন কলম্বোতে সিরিজ নিশ্চিত করতে, ‘কলম্বোতে আমরা জিততে চাই। জেতার মতো আত্মবিশ্বাস রয়েছে দলের।’ শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই সিরিজ জিতেনি বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর