বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৭ বছর পর শীর্ষে ফিরছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে যাদের পাঁচ শিরোপার রেকর্ড রয়েছে। তাদের কাছে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকাটা মামুলি ব্যাপারই বলা চলে। অথচ ব্রাজিল ২০১০ সালের পর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারছিল না। অবশেষে ৭ বছর শীর্ষস্থান ফিরে পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৬ এপ্রিল প্রকাশিত হবে ফিফার নতুন র‌্যাঙ্কিং। সেখানে আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে উঠে আসবে ব্রাজিল। ২০১০ বিশ্বকাপের পর শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল। এরপর থেকেই ফুটবলে দুর্দিন চলছিল তাদের। কোচ লুই ফেনিপে স্কলাবির অধীনে ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে ব্রাজিল ছিল টপ ফেবারিট। অথচ শিরোপার বদলে জার্মানির কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিল। ফিফা র‌্যাঙ্কিংয়ে এক সময় ২০ ঠেকেছিল। এতটা খারাপ অবস্থা কখনো হয়নি। শেষ পর্যন্ত ব্রাজিল ফিরেছে ব্রাজিল রূপেই।

সর্বশেষ খবর