শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ টাই

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ টাই

বাংলাদেশ-পাকিস্তান টাই ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেন মুমিনুল —বাংলাদেশ প্রতিদিন

টানা তৃতীয় জয় পেতে শেষ দুই ওভারে ১৪ রান দরকার ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। শেষ ওভারে সেটা নেমে আসে ৭ রানে। ক্রিজে তখন অলরাউন্ডার সাইফউদ্দিন ও নাইম হাসান। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয় পেতে অধীর অপেক্ষায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক ক্রিকেটপ্রেমী। প্রথম ৫ বলে ৫ রান নেওয়ায় শেষ বলের সমীকরণ দাঁড়ায় ২ রান। কিন্তু সেটা নিতে পারেননি সাইফউদ্দিনরা। ফলে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শ্বাসরুদ্ধকরভাবে টাই হয়। টাই হলেও রান রেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলছে মুমিনুল বাহিনী। এদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতকে হারিয়ে চমক সৃষ্টি করেছে আফগানিস্তান।   

বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা- চারটি টেস্ট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দল ছাড়াও ইমার্জিং এশিয়া কাপে অংশ নিচ্ছে আফগানিস্তান, মালয়েশিয়া, নেপাল ও হংকং। ‘বি’ গ্রুপের প্রথম দুই ম্যাচে হংকং ও নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল মুমিনুল বাহিনী। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় ছিল জরুরি। জয় তুলে নিতে না পারলেও ‘টাই’ করে শীর্ষস্থানটিই ধরে রেখেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ২০ রানে হারায় দুই ওপেনার ইমরান বাট ও ইমাম-উল-হককে। ৩৫ রানের মধ্যে হারিয়ে বসে ৪ উইকেট। কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে জাতীয় দলে খেলার অভিজ্ঞতাপুষ্ট হাম্মাদ আজম (৩০) ও হ্যারিস সোহেল (৬৩) ৮৬ রান যোগ করে দলকে অক্সিজেন দেন। শেষ দিকে হোসেন তালাতের আগ্রাসী ব্যাটিংয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩ রান করে পাকিস্তান। টার্গেট ২৩৪ রান। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৪ রানে সাজঘরে ফেরত যান দুই ওপেনার সাইফ হাসান ও আজমির আহমেদ। এরপর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুনের সঙ্গে যথাক্রমে ৬৩ ও ৭৩ রানের জুটি গড়েন মুমিনুল। অধিনায়ক মুমিনুল সর্বোচ্চ ৭৫ রান করে আউট হন। জুটি দুটি জয়ের ভিত গড়ে দিলেও শেষ দিকের ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলেন। ফলে জেতার হয়নি। শেষ ওভারে ব্যাটিংয়ে ছিলেন সাইফউদ্দিন ও নাঈম হাসান। কিন্তু দুজনে শেষ ওভারে ৭ রান নিতে ব্যর্থ হন। তাদের ব্যর্থতায় ৫০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৩৩।   সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। মজার বিষয় হচ্ছে একই দিন কলম্বোয় দুই দেশের জাতীয় দল মুখোমুখি হবে সিরিজের শেষ ওয়ানডেতে। একই দিন এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে খেলবে পাকিস্তান-আফগানিস্তান।

পাকিস্তান: ২৩৩/৮, ৫০ ওভার (হ্যারিস ৬৩, তালাত ৫৭*। সাইফউদ্দিন ৩/৫৪, আবুল হাসান ২/৪০)

বাংলাদেশ: ২৩৩/৮, ৫০ ওভার (মুমিনুল ৭৫, মিথুন ৫৩। তালাত ২/৪১,   জাফর ২/৪০)

ফল: ম্যাচ টাই

সর্বশেষ খবর