শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু গোল্ডকাপ আবার পেছাল

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু গোল্ডকাপ আবার পেছাল

বঙ্গবন্ধু গোল্ডকাপ চলতি বছরে হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ বাফুফে প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। প্রথম তাদের শিডিউল ছিল মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ, সপ্তাহ দুয়েক আগে বাফুফে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এপ্রিলেই হবে জাতির জনকের নামে এই টুর্নামেন্ট। যেখানে কোন বিদেশি দল আসবে তা ঠিক করা যায়নি বা বাংলাদেশের ক’টি দল লড়বে তা অনিশ্চিত ছিল। সেখানে এপ্রিলেও সম্ভব নয় তা আগেই বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদনে উল্লেখ করা হয়। শেষ পর্যন্ত তাই হলো। গতকাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় তারিখ পরিবর্তন করা হয়। এখন ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত বিদেশি দলগুলো ঘরোয়া ফুটবলে ব্যস্ত থাকবে। তাই এ সময় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে এর কোনো নিশ্চয়তা নেই। কেননা ওই সময় বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। একই সঙ্গে দুটো বড় টুর্নামেন্ট হবে কীভাবে? হয়তোবা ২০১৮ সালের জানুয়ারি মাসেই বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠবে।

সর্বশেষ খবর