শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিনিয়র ডিভিশন লিগ তিন বছর পর মাঠে গড়াচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন লিগ তিন বছর পর মাঠে গড়াচ্ছে

তিন বছর পর সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পর্দা উঠছে আজ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাব ও সাধারণ বীমা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে। লিগের পৃষ্ঠপোষক করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। পৃষ্ঠপোষক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন লিগের উদ্বোধন করবেন।

এবার লিগে ১২টি ক্লাব অংশ নেবে। ক্লাবগুলো ওয়ারী, বাড্ডা জাগরণী সংসদ, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র, বাসাবো তরুণ সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, মহাখালী একাদশ, ঢাকা ইউনাইটেড এসসি, ফ্রেন্ডস সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন, স্বাধীনতা ক্রীড়া সংঘ, বাংলাদেশ বয়েজ, পিডব্লিউডি এসসি ও সাধারণ বীমা ক্রীড়া সংস্থা। ফিকশ্চার অনুযায়ী ১৯ মে লিগ শেষ হওয়ার কথা। স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে লিগ শুরু হয়ে সর্বশেষ ২০১৪ সালে সিনিয়র ডিভিশন লিগ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারণে ১৯৯০, ১৯৯২, ১৯৯৮, ২০০৫-০৬, ২০০৮ ও ২০১১ সালে লিগ হতে পারেনি। তাই ২০১৭ লিগটি ৩৪তম আসর হিসেবে ধরা হবে। বাফুফে কর্মকর্তারা আশা করছেন এবার সিনিয়র ডিভিশন লিগ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নতুন ফুটবলারের সন্ধান মিলবে এখান থেকে।

সর্বশেষ খবর